নয়াদিল্লি, 17 জুন : ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, কোভিডের প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে দেশে গর্ভবতী এবং প্রসূতি মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ গত বছরের তুলনায় এ-বছর কোভিড আক্রান্ত গর্ভবতী এবং প্রসূতিদের মধ্যে মৃত্যুহারও বেড়েছে ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তাঁদের মধ্যে সংক্রমণের হারও বেশি দেখা গিয়েছে ৷
আইসিএমআর 1 হাজার 530 জন গর্ভবতী এবং প্রসূতি মহিলার উপর একটি সমীক্ষা চালায় ৷ তার মধ্যে 1 হাজার 143 জনকে নেওয়া হয় গত বছর এবং দ্বিতীয় ওয়েভ আসার পর নেওয়া হয় 387 জনকে ৷ সমীক্ষা দলের এক প্রতিনিধি জানান, গত বছরের তুলনায় এবছর গর্ভবতী এবং প্রসূতিদের মধ্যে সংক্রমণের হার 28.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কেস ফেটালিটি রেট (CFR) বা মৃত্যুহারও দ্বিতীয় ওয়েভে বেড়েছে ৷ গত বছর মৃত্যুহার ছিল 0.7 শতাংশ ৷ এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 5.7 শতাংশ ৷ এখনও পর্যন্ত সিংহভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কোভিড নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্র বিকল হয়ে তাঁদের মৃত্যু ঘটেছে ৷