নয়াদিল্লি, 21 নভেম্বর: করোনাকাল এখন অতীত ৷ তবে সেই সময় কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার প্রভাব নিয়ে এখনও নানা মুনির নানা মত চলে আসছে ৷ এর মধ্যে অন্যতম, তরুণ-তরুণীদের আকস্মিক মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি ৷ আর এই ধরনের মৃত্যুতে অনেক সময়ই কোনও সঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তবে আমজনতা এর জন্য কোভিড-19 টিকা নেওয়াকেই দায়ী করছে ৷ এই যুক্তি নস্যাৎ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর ৷
সুস্থ প্রাপ্তবয়স্কের আকস্মিক মৃত্যুতে নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যাচ্ছে না ৷ তবে এই ধরনের ঝুঁকি বৃদ্ধির জন্যে কোভিড-19 টিকা দায়ী নয়, জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর ৷ আইসিএমআরের তরফে সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পরিসংখ্যান পোস্ট করা হয়েছে ৷ চিকিৎসা গবেষণা সংস্থাটি জানাচ্ছে, কোভিড-19 টিকাকরণের ফলে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ে না ৷ আসলে এটা কমে যায় ৷
তবে এই ধরনের ঘটনা ঘটলে, ওই ব্যক্তির কোভিড-19 সংক্রমণ হয়েছিল কি না, তাঁর পরিবারে আচমকা মৃত্যুর ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ এছাড়া ওই ব্যক্তি মদে আসক্ত কি না, বা তিনি কঠিন পরিশ্রমের কাজ করেছেন কি না, তাও দেখা উচিত ৷ কারণ এই ক্ষেত্রে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়, জানিয়েছে আইসিএমআর ৷
কোন বয়সিদের ক্ষেত্রে অজানা কারণে হঠাৎ মৃত্যুর ঝুঁকি: আইসিএমআর বলছে, 2021 সালের 1 অক্টোবর এবং 2023 সালের 31 মার্চের মধ্যের সময়কালে বহু সুস্থ ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তাঁদের বয়স 18-45 বছর ৷