চেন্নাই (তামিলনাড়ু), 16 মার্চ: ইনফ্লুয়েঞ্জা (Influenza), কোভিড-19 (Covid-19) সহ তিনটি ভাইরাসজনিত সমস্য়া চিহ্নিতকরণে একটি আরটি-কিউপিসিআর কিট তৈরি করেছে ক্রিয়া মেডিক্যাল টেকনোলজিস (KRIYA Medical Technologies) নামে একটি সংস্থা ৷ বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর (ICMR) চেন্নাইয়ের ওই সংস্থার এই কিট-কে অনুমোদন দিয়েছে ৷ ফলে এখন থেকে এই কিট ব্যবহার করে একাধিক রকমের ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস বা আএরএসভির সনাক্তকরণ করা যাবে ৷ এটা বাজারে ক্রিভিডা ট্রিভাস (KRIVIDA Trivus) নামে পাওয়া যাবে ৷
এই তিনটি প্যাথোজেনের একই রকম প্রাথমিক উপসর্গ রয়েছে ৷ কিন্তু অসুস্থতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপসর্গে পার্থক্য দেখা দিতে শুরু করে ৷ তাই অনেক সময় পরে চিকিৎসায় সমস্যা তৈরি হয় ৷ সেই সমস্যা অনেকটা কাটাতে সক্ষম হতে চলেছে এই কিট ৷ কারণ, এই তিনটি ভাইরাসকেই এই কিট আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম ৷
তাছাড়া মাত্র 27 মিনিটের মধ্যেই এই কিট কার্যকরী ভূমিকা নেয় ৷ পরীক্ষার পুরো ফল জানা যায় 50 থেকে 60 মিনিটের মধ্যে ৷ ফলে দ্রুত সঠিক চিকিৎসা শুরু করাও সম্ভব ৷ একই সঙ্গে যেকোনও আরটি-পিসিআর সরঞ্জামে এই কিট ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে ৷
এই কিট অনুমোদন দেওয়ার আগে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করা হয় ৷ এর জন্য 225টি পজিটিভ নমুনা ও 85টি নেগেটিভ নমুনা ব্যবহার করা হয় ৷ ক্রিভিডা ট্রিভাস প্রায় 100 শতাংশ সফল ভাবে সংশ্লিষ্ট ভাইরাস চিনতে সক্ষম হয় ৷