নয়াদিল্লি , 20 মে : করোনার সংক্রমণ আটকাতে নয়া সিদ্ধান্ত । এবার ঘরে বসেই ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে । তবে যাদের করোনার উপসর্গ রয়েছে তারা এবং করোনা সংক্রমিতের সংস্পর্শে আসাদেরই এই টেস্ট করানোর অনুমতি দেওয়া হবে ৷ বাড়িতে টেস্টের জন্য আইসিএমআর পুনের মাইল্যাব ডিসকভারি সলিউসন লিমিটেডের কিটকে অনুমোদন দিয়েছে । তবে এখনও কিটের দাম ঘোষণা করেনি ওই সংস্থা ।
কিট প্রস্তুতকারী সংস্থার দেওয়া ব্যবহার বিধি মেনে টেস্ট করাতে হবে ৷ এই টেস্টের মোবাইল অ্যাপ ইতিমধ্যেই গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে চলে এসেছে ৷ যারা এই টেস্ট করাবেন তাদের এই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে ৷ এই অ্যাপে টেস্ট কিট ব্যবহারের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে ৷ পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে টেস্টের ফলাফল জানানো যাবে ৷
যাঁরা বাড়িতে টেস্ট করাবেন আইসিএমআরের তরফে তাদের প্রত্যেককে টেস্টের পর সেই স্ট্রিপের ছবি তুলতে বলা হয়েছে ৷ যে মোবাইলে অ্যাপ ডাউনলোড করা হয়েছে সেই মোবাইলেই ছবি তুলতে হবে ৷ এই অ্যাপে থাকা তথ্য সুরক্ষিত সার্ভারে জমা থাকবে ৷ এই সার্ভার আইসিএমআর এর কোভিড টেস্টিং পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে , সেখানেও তথ্য জমা থাকবে ৷ সেই সঙ্গে রোগীর পরিচয়ের গোপন রাখা হবে ৷
এই টেস্টে যাদের ফল পজ়িটিভ আসবে তাদের পুনরায় অন্য কোথাও টেস্ট করাতে হবে না ৷ তাদের আইসিএমআর এবং স্বাস্থ্যমন্ত্রকের হোম আইসোলেশন বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷