সুরাত (গুজরাত), 11 মে: কখনও মাথায় এসেছে যে আইসক্রিমও সোনার হতে পারে ? ভাবছেন তো এ আবার কোন পাগলের প্রলাপ রে ভাই ৷ অথবা ভাবছেন হ্যাঁ, কোনও শো-পিস হতেই পারে ৷ কিন্তু এই সোনার আইসক্রিম খাওয়া যায় ৷ আপনি যদি সুরাতে থাকেন তবে 24 ক্যারাট গোল্ড প্লেটেড এই আইসক্রিম আপনি খেতে পারবেন ৷ খাওয়ার আগে দাম নিয়ে একটু ভাবতে হবে বইকি ৷ তবে আইসক্রিম প্রেমীদের জন্য সুরাটে এখন হট ফেভারিট এই সোনার আইসক্রিম ৷
তবে এটি সাধারণ আইসক্রিম বা স্বাদযুক্ত নয় ৷ তবে এটি খাবেন না রেখে দেবেন তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ৷ ছোট ছোট সোনার বল দিয়ে সাজানো হয়েছে শঙ্কু আকৃতির আইসক্রিমটি ৷ এই শঙ্কুর ভিতরে বিভিন্ন স্বাদের আইসক্রিম রয়েছে ৷ গোল্ড চকোলেটও রয়েছে ৷ ভিতরে সাজানোর জন্য ব্রাউনি ও টপিংস রয়েছে ৷ আইসক্রিমের উপরটা 24 ক্যারাট সোনা দিয়ে ঢাকা এবং ভিতরে ড্রাইফ্রুট চকো সিরাপ দেওয়া রয়েছে ৷ 24 ক্যারাট গোল্ড প্লেটেড এই স্পেশাল আইসক্রিমের দাম 1 হাজার টাকা ৷ সঙ্গে দিতে হবে 18 শতাংশ জিএসটি ৷
তবে এত দামি হওয়া সত্বেও এই আইসক্রিমের চাহিদা বেশ বেড়ে গিয়েছে ৷ দূর-দূরান্ত থেকে লোকজন আসছে এই সোনার আইসক্রিম খেতে ৷ তবে জেনে রাখুন, এতে হোম ডেলিভারির সুবিধা নেই ৷ খেতে চাইলে আপনাকে দোকানেই আসতে হবে ৷ ইতিমধ্যেই ধীরে ধীরে নিজের জনপ্রিয়তা তৈরি করছে হাজার টাকার এই আইসক্রিম।