পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICDS Workers Protest : পর্যাপ্ত বেতন নেই, রাস্তায় নেমে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের - রাস্তায় নেমে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

পর্যাপ্ত পোষাক নেই, ঠিকমতো বেতন পান না ৷ ফলে আন্দোলনের পথ বেছে নিলেন আইসিডিএস (Integrated Child Development Services) কর্মীরা । জেলাশাসকের দফতরের সামনে থেকেই রাজ্য সরকারকে বিঁধলেন বিক্ষোভকারীরা ৷

ICDS Workers Protest
রাস্তায় নেমে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

By

Published : Nov 23, 2021, 10:49 PM IST

মেদিনীপুর, 23 নভেম্বর : বেতন বাড়েনি, পর্যাপ্ত পরিমাণ পোশাকের অভাব-সহ মোট 15 দফা দাবিতে আন্দোলনে নামল আইসিডিএস (Integrated Child Development Services) কর্মীরা । জেলার কয়েক শতাধিক মহিলা এই বিক্ষোভে অংশ নেন ৷ মিছিলের পর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

কোভিডকালে বিভিন্ন বিধি-নিষেধ থাকার দরুণ একে একে বন্ধ হয়ে যায় স্কুলের খাওয়াদাওয়া । বাচ্চাদের মধ্যে যাতে কোভিড না ছড়িয়ে পড়তে পারে তার জন্য শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার । অন্যদিকে মহামারী ও দীর্ঘ বিধিনিষেধের মধ্য দিয়ে গত দু'বছর ধরে অঙ্গনওয়াড়ি স্কুলে লেখাপড়া ও খাওয়ার ব্যবস্থা করেছে ICDS কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, এতকিছুর পরেও নির্দিষ্ট পারিশ্রমিক পাচ্ছেন না তাঁরা । মিলছে না নির্দিষ্ট পরিমাণে পুষ্টিকর খাবারও ৷

আন্দোলনের পথ বেছে নিলেন আইসিডিএস (Integrated Child Development Services) কর্মীরা

আরও পড়ুন : অবসরকালীন সহায়তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

এদিন বিক্ষোভে অংশ নেন রাজ্য সম্পাদিকা শুক্লা ঘোষ । তিনি বলেন, ‘‘এই আইসিডিএসের মহিলা কর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে ৷ যারা শিশুদের মুখে খাবার তুলে দেন তাঁরাই অপুষ্টির শিকার । এছাড়াও নেই পর্যাপ্ত পরিমাণ পোশাক, সঠিক বেতনও পান না ৷ এ অবস্থায় রাজ্য সরকারকে আমরা বলতে চাইছি যেখানে খেলায়-মেলায় এবং লক্ষ্মী ভান্ডারের নামে এত টাকা খরচা করছে, সেখানে এই মহিলা কর্মীদের কেন বঞ্চিত করে রেখেছে । আমরা জানাতে চাই আমাদের দাবি অবিলম্বে মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details