ইন্দোর (মধ্যপ্রদেশ), 11 জানুয়ারি:চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ)-র ফাইনাল পরীক্ষায় (ICAI final result) সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করলেন ইন্দোরের বাঙালি কলোনি এলাকার বাসিন্দা শিখা জৈন (Indore girl bags second position in CA result)৷ এই পরীক্ষায় সে রাজ্যে প্রথম স্থান পেয়েছেন তিনি ৷ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) মঙ্গলবার নভেম্বর 2022 সেশনের (November 2022 session) জন্য সিএ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ।
শিখা সিএ (CA Final 2022 Topper) প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক ভাবে কোনও কোচিং নেননি ৷ তাঁর দিদি দিশা জৈনও একজন সিএ ৷ তিনিই গাইড করেছেন শিখাকে ৷ শিখা 800 এর মধ্যে 617 নম্বর পেয়েছেন । সেন্ট আর্নল্ড স্কুলে তাঁর স্কুলিং শেষ করেছেন শিখা জৈন । তিনি বলেন, "আমার দিদিও একজন সিএ । চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখে আমি বড় হয়েছি । আমি দ্বাদশ শ্রেণি পাশ করার পর এই কোর্স করারই সিদ্ধান্ত নিয়েছিলাম । সেই সফর সহজ ছিল না কিন্তু আমার দিদির গাইডেন্স এবং পরিবারের নিরলস সমর্থনে আমি ICAI পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি ।"
শিখা আরও বলেন, "গত 6 মাস ধরে, আমি প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতাম । আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম এবং আমার প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দিয়েছিলাম । আমার পরিবার আমাকে পুরো সময়ে সমর্থন করেছে এবং কখনও চাপ দেয়নি । আমার সাফল্য ধারাবাহিক পরিশ্রমের ফল । আমার দিদি ছিল আমার অনুপ্রেরণার উৎস এবং আমার বাবা-মা সবসময় আমাকে প্রতিটি সিদ্ধান্তে সমর্থন করেছেন ।"