পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anurag on Media Narratives: ভারতের অখণ্ডতার পক্ষে বিপজ্জনক সংবাদ নিয়ে সতর্ক থাকা উচিত মিডিয়ার, মত অনুরাগের - কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর

শনিবার কেরালায় মাতৃভূমি সংবাদপত্রের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur on Media Narratives) ৷ সেখানে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দেন ৷

Anurag on Media Narratives
Anurag on Media Narratives

By

Published : Mar 18, 2023, 2:50 PM IST

কোচি (কেরালা), 18 মার্চ: সংবাদমাধ্য়মের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা এল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের (IB Minister Anurag Thakur) পক্ষ থেকে ৷ তিনি এই বার্তা দিয়েছেন ভারতের অখণ্ডতার (Integrity of India) বিষয়কে সামনে রেখে ৷ তাঁর কথায়, ভারতের অখণ্ডতা আঘাত পায় এমন কোনও সংবাদ পরিবেশন থেকে সংবাদমাধ্যমের বিরত হওয়া উচিত ৷ আর এই ক্ষেত্রে বিশেষ সতর্কও থাকা উচিত ৷

কেরালায় মালায়লম সংবাদপত্র মাতৃভূমি (Malayalam daily Mathrubhumi)-র শতর্বর্ষ উদযাপন চলছে ৷ সেই সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কোচিতে হাজির হয়েছিলেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমকে ভারতের অখণ্ডতা রক্ষা নিয়ে দায়িত্ব পালনের বিষয়টি মনে করিয়ে দেন ৷

একই সঙ্গে তিনি জানান, অভ্যন্তরীণ বা বিদেশ থেকে অবাধে দেওয়া নিম্নমানের ও অযৌক্তিক মতামত দেশের গণতান্ত্রিক প্রকৃতিকে ধ্বংস করতে পারে না । অন্যদিকে তিনি ‘তথ্য পবিত্র ও মতামত স্বাধীন’ এই ধরনের একটি প্রবাদেরও উল্লেখ করেন ৷ পাশাপাশি মনে করিয়ে দেন যে ভারতের গণতান্ত্রিক মনোভাবই আসল ৷

মালায়লম সংবাদপত্র মাতৃভূমির শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে অনুরাগ ঠাকুরের ৷ এদিন সকালে তিনি মাতৃভূমির শতবর্ষের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৷ পরে দুপুরে তাঁর থাকার কথা একটি বিজনেস স্কুলের অনুষ্ঠানে ৷ সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতাতেও তিনি অংশগ্রহণ করবেন বলেও জানা গিয়েছে ৷

এছাড়া একটি ক্রীড়া প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও তিনি যাবেন ৷ তাঁর কেরালা সফর একদিনের ৷ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ৷ কেরালায় তাঁর শেষ অনুষ্ঠানটি একটি স্পোর্টস স্কুলে রয়েছে বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মাতৃভূমি কেরালায় বিক্রির সংখ্যার হিসেবে সংবাদপত্রগুলির দ্বিতীয় স্থানে রয়েছে ৷ কেপি কেশব মেনন এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ৷ তাই স্বাধীনতা সংগ্রামে 1923 সালের পর থেকে এই সংবাদপত্র বিশেষ ভূমিকা নিয়েছিল ৷

আরও পড়ুন:রাহুলের মন্তব্যে অচল সংসদ! ঠাকুমাকে হাতিয়ার করেই সাংসদকে কড়া আক্রমণ শাহের

ABOUT THE AUTHOR

...view details