কোচি (কেরালা), 18 মার্চ: সংবাদমাধ্য়মের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা এল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের (IB Minister Anurag Thakur) পক্ষ থেকে ৷ তিনি এই বার্তা দিয়েছেন ভারতের অখণ্ডতার (Integrity of India) বিষয়কে সামনে রেখে ৷ তাঁর কথায়, ভারতের অখণ্ডতা আঘাত পায় এমন কোনও সংবাদ পরিবেশন থেকে সংবাদমাধ্যমের বিরত হওয়া উচিত ৷ আর এই ক্ষেত্রে বিশেষ সতর্কও থাকা উচিত ৷
কেরালায় মালায়লম সংবাদপত্র মাতৃভূমি (Malayalam daily Mathrubhumi)-র শতর্বর্ষ উদযাপন চলছে ৷ সেই সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কোচিতে হাজির হয়েছিলেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমকে ভারতের অখণ্ডতা রক্ষা নিয়ে দায়িত্ব পালনের বিষয়টি মনে করিয়ে দেন ৷
একই সঙ্গে তিনি জানান, অভ্যন্তরীণ বা বিদেশ থেকে অবাধে দেওয়া নিম্নমানের ও অযৌক্তিক মতামত দেশের গণতান্ত্রিক প্রকৃতিকে ধ্বংস করতে পারে না । অন্যদিকে তিনি ‘তথ্য পবিত্র ও মতামত স্বাধীন’ এই ধরনের একটি প্রবাদেরও উল্লেখ করেন ৷ পাশাপাশি মনে করিয়ে দেন যে ভারতের গণতান্ত্রিক মনোভাবই আসল ৷