মোরেনা ও ভরতপুর, 28 জানুয়ারি:শনিবার সাতসকালে বিমান দুর্ঘটনায় প্রাণ গেল পাইলটের । প্রয়াত কর্ণাটকের উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি । এদিন সকালে মধ্যপ্রদেশের মোরেনায় ভেঙে পড়ে যুদ্ধবিমান মিরাজ 2000 (Miraj Fighter Jet Fell in Morena) ৷ পাহাড়গড় জেলার জঙ্গলে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে (Miraj Fighter Jet Fell in Pahargarh) ৷ একই এলাকায় ভেঙে পড়ে আরও একটি যুদ্ধবিমান সুখোই-30 ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরাজ 2000-এর পাইলট । সুখোই-30 এমকেআই বিমানের দুই পাইলট আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ ৷ এলাকা ঘিরে দেওয়া হয় ৷ স্থানীয় উৎসাহী মানুষও সেখানে ভিড় জমান ভেঙে পড়া বিমান দু’টি দেখতে ৷ রাজস্থানের ভরতপুরের পুলিশ যদিও জানিয়েছে, স্থানীয়রাই প্রথম যে স্থানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল সেখানে পৌঁছেছিল । বায়ুসেনা (IAF) সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র এয়ার বেস থেকে দু’টি বিমান অনুশীলনের জন্য আকাশে ওড়ে ৷ অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে ৷
ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) এক বিবৃতিতে বলেছে, "আজ সকালে গোয়ালিয়রের কাছে আইএএফের দু'টি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে । বিমানটি একটি রুটিন অপারেশনাল ফ্লাইং ট্রেনিং মিশনে ছিল ।" মোরেনার জেলা কালেক্টর অঙ্কিত আস্থানা জানিয়েছেন, দু'টি বিমানের ধ্বংসাবশেষ পাহাড়গড় এলাকায় পড়েছিল । মধ্যপ্রদেশের সীমান্তবর্তী রাজস্থানের ভরতপুর এলাকায়ও কিছু ধ্বংসাবশেষ পড়েছিল ।