পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IAF Orders LCA Mark-1A Fighter Jets: মিগ-21-র বদলে ভারতীয় প্রযুক্তির 'এলসিএ মার্ক-1এ' যুদ্ধবিমান কেনার সুপারিশ বায়ুসেনার - Air Force Chief Marshal VR Chowdhury

IAF will Buy LCA Mark-1A Fighter Jets: উন্নত প্রযুক্তিযুক্ত এলসিএ মার্ক-1এ ক্যাটাগরির যুদ্ধবিমান কিনবে ভারতীয় বায়ুসেনা ৷ প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এ নিয়ে আবেদন করেছে প্রতিরক্ষামন্ত্রক ৷

Image Courtesy: IAF Twitter
Image Courtesy: IAF Twitter

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:05 PM IST

Updated : Aug 25, 2023, 1:44 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: অবসরে পাঠানোর পরিকল্পনা ‘বুড়ো মিগ’ অর্থাৎ, রাশিয়ার ‘মিগ-21’ যুদ্ধবিমানকে ৷ আর সেই কারণে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ‘এলসিএ মার্ক-1এ’ ক্যাটাগরির যুদ্ধবিমান কেনার বরাত দিতে চলেছে ভারতীয় বায়ুসেনা ৷ প্রায় একশোর বেশি এলসিএ মার্ক-1এ ক্যাটাগরির যুদ্ধবিমানের জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং তার অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে ৷ বিষয়টি সম্প্রতি আয়োজিত পর্যালোচনা বৈঠকে ভারতীয় বায়ুসেনার প্রধান মার্শাল ভি আর চৌধুরি বিষয়টি জানিয়েছেন ৷ যেখানে হ্যালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ৷

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ভারতীয় বায়ুসেনা সিদ্ধান্ত নিয়েছে একশোর বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘এলসিএ মার্ক-1এ’ যুদ্ধবিমান কিনবে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড বা হ্যালের থেকে ৷ এই বিষয়ে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকে একটি প্রস্তাব জমা পড়েছে বায়ুসেনার তরফে ৷’’ ওই আধিকারিক আশা প্রকাশ করেছেন, বেসরকারি প্রতিরক্ষা-মহাকাশ খাতে এ যাবতকালের সবচেয়ে বড় উদ্যোগকে উৎসাহ দিতে প্রস্তাবে শীঘ্রই ছাড়পত্র দেওয়া হবে ৷

প্রস্তাব ছাড়পত্র পাওয়ার অর্থ, ফের একবার বড়মাত্রায় এলসিএ তেজস যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে ৷ তার পরে ভারতীয় বায়ুসেনায় আগামী 15 বছরের মধ্যে 40টি এলসিএ, 180-র বেশি এলসিএ মার্ক-1এ এবং 120টির বেশি এলসিএ মার্ক-2 যুদ্ধবিমান সামিল হয়ে যাবে ৷ শেষবার এলসিএ মার্ক-1এ ক্যাটাগরির 83টি যুদ্ধবিমানের বরাত দিয়েছিল বায়ুসেনা ৷ যার প্রথম ধাপের বরাত 2024 সালের ফেব্রুয়ারি মাসে হাতে পাবে এয়ার ফোর্স ৷ এলসিএ মার্ক-1এ ক্যাটাগরির যুদ্ধবিমান আসলে ভারতীয় প্রযুক্তিতে তৈরি উন্নতমানের তেজস ৷ যা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং নিরাপদ ৷

আরও পড়ুন:মেক ইন ইন্ডিয়ায় পরিবহণের জন্য এয়ারক্রাফ্ট তৈরি করবে ভারতীয় বায়ুসেনা

এলসিএ মার্ক-1এ যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার কাছে থাকা 40টি এলসিএ ক্যাটগরির থেকে 65 শতাংশ বেশি উন্নত ৷ এ নিয়ে পর্যালোচনা বৈঠকে চিফ এয়ার মার্শাল ভি আর চৌধুরি জানিয়েছেন, এলসিএ ছিল ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের সূচনা পর্ব ৷ এবার আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উদ্যোগে তারই দ্বিতীয় সংস্করণ আসবে বলে জানান তিনি ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

Last Updated : Aug 25, 2023, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details