চণ্ডীগড়, 8 অক্টোবর: বায়ুসেনায় পরের বছর থেকে মহিলা অগ্নিবীরদের নিয়োগ করা হবে (IAF to induct Women Agniveer by next year) ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান (Indian Air Force Chief P R Chowdhury) পিআর চৌধুরি ৷ যদিও তিনি স্বীকার করে নিয়েছেন যে অগ্নিবীরের মাধ্যমে বায়ুসেনায় অন্তর্ভুক্তি বাহিনীগুলির জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ৷ তবে তাও তিনি আশ্বাস দিয়েছেন আগামী বছর থেকে বায়ুসেনায় অগ্নিবীরের মাধ্যমে মহিলাদেরও নিয়োগ করা হবে ৷
শনিবার চণ্ডীগড়ে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) দিবস 2022 এর কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দেন পিআর চৌধুরি ৷ সেখানেই তিনি বলেন, "অগ্নিপথ স্কিমের মাধ্যমে ভারতীয় বায়ুসেনাতে বিমান যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ ৷ কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আমাদের ভারতের যুবসমাজকে কাজে লাগানোর একটি সুযোগ করে দিচ্ছে ৷ যুবসমাজকে দেশের সেবার দিকে চালিত করা যাবে এই প্রকল্পের মাধ্যমে । আমরা আগামী বছর থেকে নারী অগ্নিবীরদের (Women Agniveer) নিয়োগ করার পরিকল্পনা করছি । তার প্রস্তুতি চলছে ৷"
তিনি আরও বলেন, "আমরা আমাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করেছি ৷ যাতে প্রত্যেক অগ্নিবীর বায়ুসেনায় কর্মজীবন শুরু করার জন্য সঠিক দক্ষতা ও জ্ঞান নিয়ে আসতে পারে । এই বছরের ডিসেম্বরে আমরা প্রাথমিক প্রশিক্ষণের জন্য 3 হাজার অগ্নিবীর বায়ুকে নিয়োগ করব । পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়বে ।"