নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ব্রহ্মোস এয়ার লঞ্চড মিসাইলের বর্ধিত রেঞ্জের সংস্করণের (BrahMos Air-launched Missile) সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় বায়ুসেনা (IAF)৷ এই মিসাইল প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে । প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, একটি Su-30 যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে । এটি ছিল এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্রের অ্যান্টি-শিপ সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ ।
সরকারের তরফে জানানো হয়েছে, একটি SU-30MKI বিমান থেকে একটি জাহাজের উপর লক্ষ্যবস্তুকে ব্রহ্মোস এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্রের বর্ধিত রেঞ্জের সংস্করণ সফলভাবে আঘাত করেছে ৷ ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগর অঞ্চলে কাঙ্ক্ষিত মিশনের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে বলে জানানো হয় ৷
প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিরক্ষা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় বায়ুসেনা আজ একটি SU-30MKI বিমান থেকে একটি জাহাজের লক্ষ্যবস্তুতে ব্রহ্মোস এয়ার ক্ষেপণাস্ত্রের বর্ধিত রেঞ্জের সংস্করণকে সফলভাবে নিক্ষেপ করেছে ।" এই উৎক্ষেপণের সঙ্গে বায়ুসেনা একটি "উল্লেখযোগ্য সক্ষমতা" অর্জন করেছে, যা SU-30MKI বিমান থেকে খুব দীর্ঘ দূরত্বের স্থল বা সমুদ্রের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল ভাবে হামলা চালানো সম্ভব হবে ৷