হনুমানগড়, (রাজস্থান): রাজস্থানের হনুমানগড়ের ডাবলি এলাকায় ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান ৷ একটি বাড়ির উপরে সেটি ভেঙে পড়েছে বলে খবর ৷ আর তার জেরে 3 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 2 জন মহিলা এবং একজন পুরুষ ৷ বায়ুসেনার সূত্রের দাবি, সোমবার সকালে সুরাতগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড়েছিল ৷ রাজস্থানে হনুমানগড়ে এসে ভেঙে পড়ে। তাতে তিন জনের প্রাণ গেলেও পাইলট সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন হনুমানগড়ের জেলাশাসক রুক্মণী রিয়ার ৷
ঘটনায় বায়ুসেনার তরফে টুইটারে একটি ছোট বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "একটি মিগ-21 যুদ্ধবিমান সুরাতগড়ের কাছে ভেঙে পড়েছে ৷ সোমবার সকালে ধারাবাহিক ট্রেনিং সেশনের সময় সেটি সুরাতগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল ৷ তবে, পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন ৷ তিনি সামান্য আহত হয়েছেন ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে ? তা জানতে তদন্ত করা হবে ৷’’
উল্লেখ্য, 2023 সালের জানুয়ারি মাসে রাজস্থানের ভরতপুরে দু’টি যুদ্ধবিমানের পরস্পরের সঙ্গে সংঘর্ষের জেরে ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় অবশ্য অত্যাধুনিক সুখোই-30 ও মিরাজ 2000 যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয় ৷ ঘটনায় একজন পাইলটের মৃত্যু হয় ৷ রুটিন ট্রেনিংয়ের সময় দু’টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, সেই ঘটনায় সামরিক বিমান দু’টি ফাঁকা জায়গায় ভেঙে পড়েছিল ৷ এমনকি দু’টি আলাদা জায়গায় বিমানের অংশগুলি ভেঙে পড়ে ৷
আরও পড়ুন:রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু
শুধু এই ঘটনা নয় ৷ গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার ভারতীয় সেনার চপার জেলায় ভেঙে পড়েছিল ৷ এপ্রিলে জলসীমান্ত রক্ষীবাহিনীর হেলিকপ্টার কোচিতে ট্রায়ালের পর অবতরণের সময় ভেঙে পড়ে ৷ এমনকি নৌসেনার হেলিকপ্টার ভিভিআইপি ডিউটি করে ফেরার সময় খাদের মধ্যে ভেঙে পড়েছিল ৷ গত মার্চ মাসে এই ঘটনাটি ঘটে ৷ উল্লেখ্য, সামরিক বিমান ও চপার ভেঙে পড়ার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল 2021 সালে 8 ডিসেম্বর ৷ ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বায়ুসেনার চপারে সস্ত্রীক সওয়ার ছিলেন ৷ খারাপ আবহাওয়ার কারণে কুন্নুরে তাঁর চপার পাহাড়ি জঙ্গলে ভেঙে পড়ে ৷