পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IAF Rescue Operation: লাদাখে দুঃসাহসিক অভিযানে ইজরায়েলিকে উদ্ধার ভারতীয় বায়ুসেনার - ইজরায়েলিকে উদ্ধার

লাদাখে দুঃসাহসিক অভিযান চালিয়ে (Rescue Operation) ইজরায়েলের বাসিন্দাকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা (IAF Rescue Operation)৷ গোংমারুলা পাসে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিদেশিকে উদ্ধার করা হয় (IAF choppers rescue Israeli national)৷

iaf-choppers-rescue-israeli-national-from-gongmarula-pass-in-ladakh
লাদাখে দুঃসাহসিক অভিযানে ইজরায়েলিকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা

By

Published : Aug 31, 2022, 6:28 PM IST

শ্রীনগর, 31 অগস্ট: লাদাখে আটকে পড়া এক ইজরায়েলিকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান চালাল ভারতীয় বায়ুসেনা (IAF Rescue Operation)৷ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ইজরায়েলের বাসিন্দা আতার কাহানাকে (Rescue Operation)৷ সমুদ্রস্তর থেকে 16,800 ফিট উচ্চতায় গোংমারুলা পাসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি (IAF choppers rescue Israeli national)৷

উচ্চতার কারণে তাঁর অসুস্থার খবর পেয়ে তাঁকে উদ্ধারের জন্য কঠিন অভিযান চালায় বায়ুসেনা ৷ শ্রীনগরে প্রতিরক্ষা দফতরের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বুধবার উদ্ধারের আবেদন জানিয়ে ফোন করা হয়েছিল 114 হেলিকপ্টার ইউনিটে ৷ মারখা উপত্যকার কাছে নিমালিং শিবির থেকে কাহানাকে উদ্ধারের জন্য বাসুয়েনার কাছে আর্জি জানানো হয় ৷

ওই উচ্চতায় উঠে অসুস্থ হয়ে পড়েছিলেন ইজরায়েলি আতার কাহানা ৷ তাঁর বমি হচ্ছিল এবং তিনি অক্সিজেনের অভাব বোধ করায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৷ প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন, 114 হেলিকপ্টার ইউনিটের উইং কম্যান্ডার আশিস কাপুর, লেফটেন্যান্ট রিদম মেহরা, স্কোয়াড্রন লিচাপ নেহা সিং, স্কোয়াড্রন লিডার আজিঙ্কা খেরের নেতৃত্বে চলে উদ্ধার অভিযান ৷ দুটি চপারে চলে উদ্ধারকাজ ৷ সবচেয়ে কম পথ অতিক্রম করে ওই উচ্চতায় পৌঁছে যায় চপার দুটি ৷ এরপর দুর্গত ইজরায়েলির অবস্থান ট্র্যাক করে তাঁর কাছে পৌঁছে যায় বায়ুসেনা ৷

আরও পড়ুন:ইঞ্জিনে আগুন ধরায় চিনুক হেলিকপ্টার বাতিল করছে মার্কিন সেনা, ভারত কী করবে?

পিআরও জানিয়েছেন, "শর্ট রুট ধরে কেসভ্যাক চপার 20 মিনিটে পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ 16,800 ফিট উচ্চতায় গোংমারু লা পাসে দুর্গতের কাছে পৌঁছে যায় চপার দুটি ৷ নাম্বার ওয়ান ক্রু রেকি করে পাসে অবতরণ করেন ৷ দুর্গম আবহাওয়ার মধ্যে দিয়ে তাঁর সহকারী নাম্বার টু দুর্গতকে ঘটনাস্থল থেকে তুলে আনে ৷" এক ঘণ্টার মধ্যে এই অভিযান চালিয়ে ইজরায়েলের আতার কাহানাকে উদ্ধার করে ভারতীয় বায়ুসেনা ৷

ABOUT THE AUTHOR

...view details