নিয়োমা (লাদাখ), 10 অগস্ট :বিশ্বের অন্যতম উঁচু চলমান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার তৈরি করল ভারতীয় বায়ুসেনা (IAF) ৷ লাদাখের নিয়োমায় এটি তৈরি করা হয়েছে ৷ সূত্রের খবর, এর ফলে পূর্ব লাদাখের আকাশে ছোট আকারের বিমান এবং হেলিকপ্টারের যাতায়াত এবং ওঠা-নামার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ৷
আরও পড়ুন :প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন
অন্যদিকে, পূর্ব লাদাখে ছোট আকারের বিমানবন্দর তৈরি করা যায় কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে ৷ এর জন্য বেশ কয়েকটি জায়গাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ৷ যার মধ্যে দৌলত বেগ ওলদি, ফুকচে উপত্যকা, নিয়োমা প্রভৃতি উল্লেখযোগ্য ৷ লক্ষ্যণীয় বিষয় হল, ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে এই সবক’টি জায়গারই দূরত্ব মাত্র কয়েক মিনিটের ৷
সূত্রের খবর, চিন সীমান্ত লাগোয়া এই এলাকায় যে কোনও সময় বায়ু পথে হামলার আশঙ্কা রয়েছে ৷ এই ধরনের যেকোনও আক্রমণ রুখতেও সচেষ্ট রয়েছে ভারতীয় বায়ু সেনা ৷ সীমান্তে বহনযোগ্য বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র-সহ জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে ৷ এছাড়া, রাফায়েল ও মিগ-29-এর মতো যুদ্ধ বিমান নিয়ে নিয়মিত টহলদারিও চালানো হচ্ছে সীমান্তে ৷
আরও পড়ুন :Rahul Gandhi : লাদাখে চিনের অবস্থান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
প্রসঙ্গত, গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্মুখ সমরের পর থেকই লাদাখেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে সেনা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরোপুরি কার্যকর করা হয়নি ৷ ফলে যে কোনও সময় পরিস্থিতি ফের জটিল হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের ৷ তাই আগেভাগেই তৈরি থাকছে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা ৷