নয়াদিল্লি, 29 ডিসেম্বর: দেশের অন্যতম 'মোস্ট এলিজেবেল ব্যাচেলর' তিনি ! আর এখন তো মহামিছিলে নেতৃত্ব দিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন বলে মনে করেছ রাজনৈতিক মহল ৷ খবরের শিরোনামে প্রতিদিন তাঁর ছবি, তাঁর কথা ৷ বয়স 50 পেরিয়ে 52 ৷ জীবনে কোনও নারীকে পাশে চান তিনিও ! খোলাখুলি জীবনের এমন একটা দিক প্রকাশ্যে আনলেন রাহুল গান্ধি ৷ কারও সঙ্গে জীবনে থিতু হতে চান কংগ্রেস নেতা ৷ সে কে ? সামাজিকমাধ্যমে একটি সাক্ষাৎকারে সেই নাম অনুচ্চারিত রইল ৷ তবে জীবন সঙ্গীর মধ্যে মা সোনিয়া গান্ধি আর ঠাকুমা ইন্দিরা গান্ধিকে দেখতে চান তিনি (Congress leader Rahul Gandhi broke his silence on life-partner) ৷
ভারত জোড়ো যাত্রা দিল্লি এসে পৌঁছেছে ৷ বড়দিন এবং নতুন বছর উপলক্ষ্যে এখন কংগ্রেস যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন ৷ আগামী বছরের শুরুতে ফের যাত্রা শুরু করবেন রাহুল ৷ সাক্ষাৎকারে তিনি তাঁর ঠাকুমা (Former Prime Minister Indira Gandhi) তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে "আমার জীবনের ভালোবাসা এবং আমার দ্বিতীয় মা" বলে উল্লেখ করেন ৷ তাহলে তাঁর মতোই কাউকে চান ? এ প্রশ্নের উত্তরে রাহুল অবশ্য অন্যরকম মত প্রকাশ করলেন ৷ তিনি বলেন, "এই প্রশ্নটা বেশ কৌতূহলের...আমি একজন নারীকে চাই... এতে মনে করার কিছু নেই... তাঁর কিছু গুণ থাকতে হবে ৷ কিন্তু, আমার মা এবং ঠাকুমা- দু'জনের ভালো গুণগুলি তাঁর মধ্যে থাকতেই হবে ৷"
আরও পড়ুন: কনকনে শীতেও সর্বক্ষণ পরনে সাদা টিশার্ট কেন? মুখ খুললেন রাহুল