নয়াদিল্লি, 17 অক্টোবর:কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress presidential Election) ভোট দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন ৷ নয়াদিল্লিতে দলের সভাপতি নির্বাচনে ভোটদান করে এ কথা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia on Cong Prez Poll)৷ আজ তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে নিয়ে ভোট দিতে যান সোনিয়া ৷ মায়ের ভোটদানের পর ভোট দেন প্রিয়াঙ্কাও (Priyanka Gandhi Vadra)৷
সোমবার সকালেই শুরু হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান ৷ লড়াই দলের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে ৷ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে ৷ বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন ৷ ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-ও ৷
আরও পড়ুন:সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে