নয়াদিল্লি, 19 অক্টোবর: সামনেই রাজ্য়ে বিধানসভা ভোট ৷ আর তার আগে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ফের একবার জল্পনা উস্কে দিলেন অশোক গেহলত ৷ ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, কলকাঠি যতই নাড়া হোক না কেন, রাজস্থানের মুখ্য়মন্ত্রীর দাবিদার তিনিই ৷ আর এই মন্তব্যের জেরে রাজস্থানের রাজনীতিতে যে আরও একবার মরুঝড় উঠতে পারে সে বিষয়ে কার্যত নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ ৷
রাজস্থান-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ যদিও এখনও রাজস্থানের সব আসনে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস ৷ তার মাঝেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানান, তিনি রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদ ছাড়তে চান কিন্তু পদ তাঁকে ছাড়ছে না ৷ এখানেই শেষ নয়, গেহলত কার্যত জোরের সঙ্গেই জানিয়েছেন, সম্ভবত মুখ্যমন্ত্রীর চেয়ার তাঁকে ছেড়ে যাবে না।
গত বিধানসভা ভোটের পর গেহলতকে মুখ্যমন্ত্রী পদে বসায় কংগ্রেস ৷ অন্যদিকে, সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রী করা হয় ৷ এরপর অবশ্য দলের অন্দরেও জলঘোলা কম হয়নি ৷ গেহলতের বিরুদ্ধে প্রকাশ্য়েই মুখ খুলেছেন সচিন ৷ এমনকী উপমুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দিয়েছিলেন তিনি ৷ যদিও শেষ পর্যন্ত দ্বন্দ্বে রাশ টানতে সমর্থ হয় এআইসিসি নেতৃত্ব ৷ সচিন পাইলট দল ছাড়েননি ৷ কিন্তু এদিন অশোক গেহলতের মন্তব্যে ফের একবার জলঘোলা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷
এদিন অশোক গেহলত জানান, কংগ্রেস প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জয়ের যোগ্যতাই একমাত্র মাপকাঠি ৷ এর সঙ্গেই অবশ্য এও তিনি জানান, তাঁর মধ্যে এমন কিছু আছে যে দলের হাইকমান্ড তাকে তিনবার রাজ্যের নেতৃত্বের জন্য বেছে নিয়েছে ৷ নেতৃত্বের যে কোনও সিদ্ধান্তই সবার কাছে গ্রহণযোগ্য হবে।