দিল্লি, 04 জানুয়ারি:বেনামি সম্পত্তি মামলায় আয়কর দপ্তরের আধিকারিকরা সোমবার রবার্ট বঢরার বয়ান রেকর্ড করলেন । আয়কর দপ্তরের একটি সূত্র থেকে এখবর জানা গিয়েছে । আজ বঢরার বাড়িতে যান আয়কর দপ্তরের আধিকারিকরা । সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়।
জানা গিয়েছে যে কোরোনা প্যান্ডেমিকের জন্য আয়কর দপ্তরে যেতে পারছিলেন না তিনি । সেই কারণেই তাঁর বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করা হল।