নয়াদিল্লি, 6 ডিসেম্বর : বাগযুদ্ধ (Jyotiraditya Digvijaya war of words) চরমে উঠল মধ্যপ্রদেশের দুই নেতার মধ্যে ৷ সম্মুখসমরে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia on Digvijaya Singh) ও কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh traitor remarks)৷ একসময়ে হাতে হাত রেখে লড়াই চালানো দুই নেতা এখন রাজনৈতিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে বিদ্ধ করে চলেছেন একে-অপরকে ৷ দিগ্বিজয় সিং (Digvijaya Singh news)-এর পাড়ায় গিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগে এসেছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য ৷ পাল্টা জবাব দিয়ে তাঁকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা ৷ সেই শুনে অবশ্য চুপ নেই কেন্দ্রীয় মন্ত্রী (Jyotiraditya Scindia)৷ আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি এ বার বললেন, "তাঁর (দিগ্বিজয়ের) স্তর পর্যন্ত নিচে নামতে পারব না ৷"
শনিবার দিগ্বিজয় সিং-এর ঘরের মাঠ রাঘোগড়ে একটি সভায় গিয়ে নাম না করে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ প্রাক্তন সহকর্মীকে নিশানা করে তিনি বলেন, কংগ্রেস নেতার রাজনীতি ও উন্নয়নের প্রতি কোনও উৎসাহ বা ভালবাসা নেই ৷ সেই সভাতেই এক প্রাক্তন বিধায়কের ছেলে-সহ বহু কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন ৷