নয়াদিল্লি, 16 মার্চ: সংসদে হট্টগোল হল সবাইকে বিভ্রান্ত করার জন্য বিজেপি সরকারের একটি কৌশল ৷ বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষ সারাদিনের জন্য মুলতবি হয়ে যাওয়ার ঘটনায় এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Slams BJP)৷ ব্রিটেনে রাহুল গান্ধির 'ডেমোক্রেসি ইন ডেঞ্জার' শীর্ষক বক্তৃতা নিয়ে এ দিন তুমুল হই-হট্টগোল বাঁধে সংসদে (Parliament Adjourned)৷ তারপরই মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷ এ বিষয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গৌতম আদানির মধ্যে কী সম্পর্ক, প্রধান এই প্রশ্নেরই উত্তর এখনও দিতে পারেনি বিজেপির সরকার ৷
রাহুল এ দিন সাংবাদিক সম্মেলনে (Rahul Gandhi press conference) বলেন, "চারজন মন্ত্রী আমাকে সংসদে অভিযুক্ত করেছেন । সংসদে আমার বক্তব্য উপস্থাপন করা আমার অধিকার । তাঁরা আমাকে কথা বলতে দেবে বলে আমার মনে হয় না ৷ আজ আমার আসার এক মিনিটের মধ্যে তাঁরা হাউস মুলতুবি করে দিয়েছে । তবে আমি আশাবাদী যে, আমি পারব । আগামিকাল কথা বলার অনুমতি দেওয়া হবে ৷"
রাহুলের দাবি, এর আগে তিনি সংসদে যে প্রশ্নগুলি উত্থাপন করেছিলেন, তা বাদ দেওয়া হয়েছিল ৷ কিন্তু এতে এমন কিছুই ছিল না যা জনসাধারণের বিষয়ের বাইরে ৷ সরকার এখনও আদানি ইস্যুতে ভীত (Govt still scared of Adani issue) বলেই সবাইকে বিভ্রান্ত করতে তারা এ সব করছে বলে অভিযোগ রাগার ৷
13 মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর থেকে সংসদে অচলাবস্থা চলছে ৷ কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের জন্য চাপ দিয়ে বলেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্যবসায়ী গৌতম আদানির মধ্যে চর্চিত যোগসূত্রের তদন্ত করতে এই জাতীয় প্যানেলের প্রয়োজন রয়েছে ।