বোরেলি (গুজরাত), 27 সেপ্টেম্বর:তাঁর নামে কোনও বাড়ি নেই ৷ কিন্তু তাঁর সরকার দেশের লক্ষাধিক মেয়েকে বাড়ির মালিক করেছে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার থেকে দু'দিনের সফরে গুজরাতে আছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিন ছোটাউদেপুর জেলায় আদিবাসী অধ্যুষিত বোরেলি শহরে শিক্ষাখাতে চার হাজার 500 কোটি টাকার প্রকল্প-সহ পাঁচ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "যেহেতু আমি আপনাদের সঙ্গে সময় কাটিয়েছি, আমি দরিদ্র জনগণের সমস্যাগুলি জানি ৷ আমি সবসময় সেই সমস্যাগুলি সমাধান করারও চেষ্টা করেছি। আজ আমি সন্তুষ্ট কারণ আমার সরকার সারা দেশে মানুষের জন্য চার কোটি বাড়ি তৈরি করেছে। আগের সরকারের মতো নয় এই সরকার। দরিদ্রদের জন্য একটি ঘর আমাদের জন্য শুধুমাত্র একটি সংখ্যা নয়, আমরা গরীবদের জন্য ঘর তৈরি করে তাদের মর্যাদা দেওয়ার কাজ করি ৷"
তিনি আরও বলেন, "আমরা গরিবদের চাহিদা অনুযায়ী বাড়ি তৈরি করছি, তাও কোনও মধ্যস্বত্বভোগীর উপস্থিতি ছাড়াই ৷ আমাদের মহিলাদের নামে লক্ষাধিক বাড়ি তৈরি ও নিবন্ধন করা হয়েছে। যদিও আমার নিজের নামে কোনও বাড়ি নেই ৷ কিন্তু আমার সরকার লক্ষাধিক মেয়েকে ঘরের মালিক বানিয়েছে।" মোদি আরও উল্লেখ করেছেন যে, বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা গান্ধিনগরে গুজরাত শিক্ষা বিভাগের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র (যাকে বিদ্যা সমীক্ষা কেন্দ্র বলা হয়) তা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তিনি সারা দেশে এই ধরনের কেন্দ্র চালু করার জন্য তাঁকে জানিয়েছিলেন ৷