নয়াদিল্লি, 2 অগস্ট : অন্ধ্রপ্রদেশে ও তেলাঙ্গানার মধ্যে চলা কৃষ্ণা নদীর জলবণ্টন সংক্রান্ত মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ এদিন তিনি বলেন, "আমি দুই রাজ্যেরই ৷" অন্ধ্র ও তেলাঙ্গানা সরকারকে প্রধান বিচারপতির পরামর্শ, সমস্যা মিটিয়ে নিন ৷ সাহায্য করা হবে ৷
সোমবার প্রধান বিচারপতি বলেন, "আমি এই মামলাটি শুনতে চাই না ৷ আমি দুই রাজ্যেরই ৷ যদি মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা যায়, তাহলে তাই করুন ৷ তাতে আমরা সাহায্য করব ৷ অন্যথায় মামলাটিকে অন্য বেঞ্চে সরিয়ে দেব ৷"