পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanimozhi Apologises: বিজেপি নেত্রীদের নিয়ে কর্মীর আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইলেন কানিমোঝি - Kanimozhi

বিজেপি নেত্রীদের নিয়ে দলের মুখপাত্র সাইদাই সাদিকের বিতর্কিত মন্তব্যেক জন্য ক্ষমা চাইলেন কানিমোঝি (Kanimozhi Apologises)৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মন্তব্যকে সমর্থম করে না দল ৷

I apologise as a woman and human being: Kanimozhi on Sadiq's 'items' remark
বিজেপি নেত্রীদের নিয়ে কর্মীর বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন কানিমোঝি

By

Published : Oct 28, 2022, 12:22 PM IST

চেন্নাই, 28 অক্টোবর: বিজেপি নেত্রী খুশবু সুন্দরকে নিয়ে অসংসদীয় মন্তব্য করেছিলেন ডিএমকে-র মুখপাত্র সাইদাই সাদিক ৷ তাঁর পক্ষ থেকে নিজে ক্ষমা চেয়ে নিলেন দলের সাংসদ কানিমোঝি (Kanimozhi Apologises)৷

ডিএমকে সাংসদ কানিমোঝি বিজেপি নেতা খুশবু সুন্দর (Khushbu Sundar) সম্পর্কে তাঁর দলের মুখপাত্র সাইদাই সাদিকের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ।

তামিলনাড়ুতে অভিনয় জগতের বিজেপি নেত্রী নমিতা, খুশবু সুন্দর, গৌতমী এবং গায়ত্রী রঘুরাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিএমকে নেতা সাইদাই সাদিক ৷ তাঁকে পালটা জবাব দিয়ে টুইটারে খুশবু সুন্দর প্রশ্ন করেছিলেন যে, মহিলাদের অপমান করা কি "নতুন দ্রাবিড় মডেল"-এর অংশ ?

কানিমোঝিকে (Kanimozhi) ট্যাগ করে খুশবু লেখেন, "যখন পুরুষরা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তখনই বোঝা যায় তাঁরা কী শিক্ষা পেয়ে ছোট থেকে বড় হয়েছেন, তাঁরা কোন বিষাক্ত পরিবেশে বেড়ে উঠেছেন । এই পুরুষরা একজন নারীর গর্ভকে অপমান করেন । এই ধরনের লোকেরা নিজেদেরকে কালাইনারের অনুসারী বলেন । মুখ্যমন্ত্রী স্ট্যালিনের শাসনেই কি তৈরি হয়েছে এই নতুন দ্রাবিড় মডেল ?"

আরও পড়ুন:আপনি কি ভারতীয় ? কানিমোঝিকে প্রশ্ন CISF আধিকারিকের

টুইটটি দেখার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নেন কানিমোঝি (Sadiq items remark)। তিনি টুইটে লেখেন, "যা বলা হয়েছে তার জন্য একজন নারী এবং মানুষ হিসেবে আমি ক্ষমাপ্রার্থী । এটা যে কেউই করুন না কেন, এটা যে জায়গাতেই বলা হয়েছে বা তাঁরা যে দলকে মেনে চলেন সেটাকে কখনওই সহ্য করা যায় না এবং আমি এর জন্য খোলাখুলি ক্ষমা চাইতে পারি ৷ কারণ আমার নেতা স্ট্যালিন এবং আমার দল ডিএমকে এটাকে সমর্থন করে না ৷"

সাদিক বলেছিলেন, অভিনয় জগৎ থেকে বিজেপিতে যোগ দেওয়া চারজন নেত্রীই এক-একটা "আইটেম"। তিনি বলেন, "খুশবু বলেছেন তামিলনাড়ুতে পদ্ম ফুটবে । আমি বলি, অমিত শাহের মাথায় চুল গজাবে কিন্তু তামিলনাড়ুতে পদ্ম ফোটার কোনও সম্ভাবনা নেই ৷" সাদিক আরও বলেন, "আপনি নিজেকে কী মনে করেন ? আমার ভাই ইলায়া অরুণা খুশবুকে কতবার করেছে জানেন ? আমি বলতে চাইছি, তিনি যখন ডিএমকে-তে ছিলেন তখন তিনি তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন । তিনি খুশবুকে প্রায় 6 বার বৈঠকের জন্য নিয়ে এসেছিলেন ৷"

ABOUT THE AUTHOR

...view details