নয়াদিল্লি, 12 জানুয়ারি :হ্যাকিংয়ের শিকার খোদ তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল ৷ বুধবার সকালে দেশের এই মন্ত্রকের টুইটার হ্যান্ডেলের টাইমলাইনে কিছু পোস্ট দেখা যায়, যার মানে বোঝা যাচ্ছিল না ৷ এতেই সন্দেহ করা হয়েছিল, নিশ্চয় টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে (The official Twitter handle of the Ministry of Information and Broadcasting seems to have been hacked on Wednesday morning) ৷
সব পোস্টগুলিই টেসলা-কর্ণধার এলন মাস্ককে (Elon Musk) নিয়ে ৷ আধ ঘণ্টা পরেই সেগুলি অদৃশ্য হয়ে যায় ৷ পোস্টে যা লেখা ছিল, তার বাংলা অর্থ, "দারুণ কাজ করেছো ৷ নতুন বছরের ইভেন্ট ৷" এলন মাস্কের যাচাই করা হ্যান্ডেল (verified handle) থেকে ক্যালিফর্নিয়ায় সোলার ট্যাক্স নিয়ে সমালোচনা করে ফের টুইট করা হয় ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটারে এলন মাস্ক টুইট করে লিখেছেন, "ক্যালিফর্নিয়া সরকারের পরিবেশ-বিরোধী অবাস্তব পদক্ষেপ ৷" অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেলটি হ্যাক করে এই কাণ্ড করেছে হ্যাকাররা ৷