পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাড়ি দুর্ঘটনার পর ভালো আছেন, টুইটারে জানালেন আজ়হার - গাড়ি দুর্ঘটনার কবলে মহম্মদ আজহারউদ্দিন

আজহারের দুর্ঘটনার খবর ছড়ানোয় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছিল। তাই নিজের বার্তায় আজহার তাঁর শুভানুধ্যায়ী ও ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন।

I am well and safe: Azharuddin after escaping car accident
গাড়ি দুর্ঘটনার পর ভালো আছেন, টুইটে জানালেন আজহার

By

Published : Dec 31, 2020, 1:41 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর :ভালো আছেন মহম্মদ আজ়হারউদ্দিন। বুধবার এই কথা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বুধবারই তাঁর গাড়ি রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার মুখে পড়েছিল। যদিও সেই দুর্ঘটনা খুব বেশি বড় ছিল না জানা গিয়েছে। তবে আজ়হারের দুর্ঘটনার খবর ছড়ানোয় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছিল। তাই নিজের বার্তায় আজ়হার তাঁর শুভানুধ্যায়ী ও ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় টুইট করে এই কথা জানিয়েছেন।

আজ়হারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও তাঁর সেভাবে কোনও ক্ষতি হয়নি। এমনটাই জানিয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেটারের ব্যক্তিগত সহায়ক। সুরওয়ালের পুলিশ জানিয়েছিল যে আজহার ও তাঁর তিন সঙ্গী একটি গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তার পর রাস্তার পাশের একটি হোটেলে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ওই হোটেলের বেশ কয়েকজন কর্মী আহত হন বলে পুলিশের তরফে জানানো হয়।

আরও পড়ুন:কোহলি-স্মিথকে পিছনে ফেলে টেস্টে এক নম্বর নিউজিল্যান্ডের উইলিয়ামসন

ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আজহার ও বাকি তিনজনকে অন্য একটি গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হয়। রাজস্থান পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details