জয়পুর, 26 ফেব্রুয়ারি : অযোধ্য়ার রাম মন্দিরে আর্থিক অনুদান নিয়ে কৌশলী মন্তব্য় ব্য়বসায়ী রবার্ট বঢরার ৷ তাঁর স্পষ্ট কথা, তিনি তখনই রাম মন্দির তৈরির জন্য অর্থসাহায্য় করবেন, যখন গীর্জা, মসজিদ ও গুরুদ্বারের জন্যও অর্থসংগ্রহ করা হবে ৷
শুক্রবারই রাজস্থানের জয়পুরে যান কংগ্রেস সাধারণ সম্পদক প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ৷ জয়পুরের বিখ্যাত মোতি ডুঙ্গারি মন্দিরে পুজো দেন রবার্ট ৷
নিজের আধ্য়াত্মিক ভাবনা প্রসঙ্গে রবার্ট বলেন, ‘‘অতিমারী আসার পর এটাই আমার প্রথম ধর্মীয় সফর ৷ আমি অন্য়ান্য় ধর্মের উপাসনালয়গুলিতেও প্রার্থনা করতে চাই ৷ হতে পারে সেটি একটি মসজিদ, কিংবা একটি গীর্জা ৷ আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ৷ এবং আমি চাই, দেশের সব মানুষই যেন শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকতে পারেন ৷’’