দিল্লি, 10 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "আন্দোলনজীবী" ব্যঙ্গের জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেখানে নিজেকে ‘গর্বিত আন্দোলনজীবী’ হিসেবে উল্লেখ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সঙ্গে এও বলেন, ‘‘মহাত্মা গান্ধিও একজন চরম আন্দোলনজীবী ছিলেন ৷’’
গত সোমবার রাজ্যসভায় ভাষণে প্রধানমন্ত্রীকে আন্দোলনের সমর্নকারীদের উদ্দেশ্য করে ব্যঙ্গ করতে শোনা যায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমরা সবাই ‘শ্রমজীবী’ এবং ‘বুদ্ধিজীবী’ শব্দগুলির সঙ্গে কোনও না কোনওভাবে পরিচিত ৷ কিন্তু, কিছু সময় ধরে আমি দেখছি কিছু নতুন সত্ত্বা দেশে বেড়ে উঠেছে, ‘আন্দোলনজীবী’ ৷ যাদের প্রতিটি আন্দোলনে দেখা যায় ৷ সেই আন্দোলন আইনজীবীদের হোক, পড়ুয়াদের বা শ্রমিকদের, কখনও আন্দোলনের সামনের সারিতে থাকে, কখনওবা পিছনে ৷ এরা আন্দোলন ছাড়া বেঁচে থাকতে পারে না ৷ আমাদের এইসব মানুষকে চিহ্নিত করতে হবে এবং দেশকে এদের থেকে বাঁচাতে হবে ৷ এরা পরজীবী ৷’’