কলকাতা, 25 জানুয়ারি:বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ৷ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সারোগেসির মাধ্যমে সন্তান পাওয়া নিয়ে তাঁর মন্তব্যে সম্প্রতি তোলপাড় হয়েছে নেটপাড়া ৷ আর এবার গোল বাঁধল লেখিকার ফেসবুক প্রোফাইল (Taslima Nasreen on Facebook) ঘিরে ৷ সেই প্রোফাইল দেখে মনে হবে, কোনও মৃত ব্যক্তির পেজ ৷ কারণ তসলিমা নাসরিনের পাতায় 'রিমেম্বারিং' কথাটি জুড়ে দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা ৷ তাতেই বেজায় চটেছেন তসলিমা ৷ ফেসবুক থেকে 'স্মরণীয়' ট্যাগটি সরানোর আর্জি জানিয়ে টুইটে তিনি কটাক্ষের সুরে লিখেছেন, "আমি এখনও মরিনি (I am not dead yet facebook)৷"
ফেসবুকের কোনও প্রোফাইলের ব্যক্তি মারা গেলে সেই প্রোফাইলকে 'রিমেম্বারিং'-এর তকমা দেওয়া হয় ৷ তবে তার জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে ৷ কয়েকদিন আগে থেকে আচমকাই তসলিমা নাসরিনের ফেসবুক পেজে তাঁর নামের উপর 'রিমেম্বারিং' (Taslima Nasreen asks facebook to remove remembering tag) লেখাটি দেখা যাচ্ছে ৷ এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি লেখিকা ৷ তিনি টুইটে লিখেছেন, "ফেসবুক, আমি এখনও মরিনি ৷ দয়া করে রিমেম্বারিং ট্যাগটা সরিয়ে দিন আর আমায় বাঁচতে দিন ৷"
আরও পড়ুন:Taslima Nasreen on surrogacy : মহিলা-গরিবদের শোষণ, সারোগেসি নিয়ে টুইটে তোপ তসলিমার