হায়দরাবাদ, 1 জুন : অবশেষে মিলল স্বস্তি ৷ অনলাইন বান্ধবীর সঙ্গে দেখা করতে বেআইনিভাবে পাকিস্তানে ঢোকার চার বছর পর ঘরে ফিরছেন হায়দরাবাদের তরুণ ৷ খুশি তাঁর পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের বাসিন্দা প্রশান্ত পেশায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়র ৷ তাঁর সঙ্গে অনলাইনে আলাপ হয় পাকিস্তানের এক তরুণীর ৷ মুখোমুখি সাক্ষাৎ না হলেও এই আলাপ কিছুদিনের মধ্য়েই গভীর হতে শুরু করে ৷ প্রথমে বন্ধুত্ব আর পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পড়শি দুই দেশের দুই তরুণ নাগরিক ৷ এরপরই পাকিস্তানে গিয়ে ওই তরুণীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন প্রশান্ত ৷ 2017 সালে বেআইনিভাবে ভারত-পাক সীমান্ত পার করেন তিনি ৷ তবে বান্ধবীর দেখা পাওয়ার আগেই পাক প্রশাসনের হাতে ধরা পড়ে যান তিনি ৷ গ্রেফতার করা হয় প্রশান্তকে ৷
বিষয়টি জানার পরই ছেলেকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন প্রশান্তের বাবা বাবুরাও ৷ কার্যত প্রশাসনের দরজায় দরজায় ঘোরেন তিনি ৷ 2019 সালে এই কারণেই সাইবেরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জানারের সঙ্গেও দেখা করেন বাবুরাও ৷ তাঁর কাছে ছেলেকে ফিরিয়ে আনার আর্জি জানান ৷