হায়দরাবাদ, 6 ডিসেম্বর : ঠিকমতো ব্লাউজ সেলাই করা হয়নি ৷ আত্মঘাতী হলেন স্ত্রী (Woman commits suicide over blouse issue) ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
হায়দরাবাদের অম্বারপেটের বাসিন্দা শ্রীনিবাস এবং বিজয়ালক্ষ্মী ৷ শ্রীনিবাস পেশায় দর্জি ৷ শাড়ির ব্যবসাও রয়েছে তাঁর ৷ তিনি নিজেই স্ত্রীর জন্য একটি ব্লাউজ তৈরি করে দিচ্ছিলেন ৷ শনিবার তা তৈরি করছিলেন তিনি ৷ তবে সেটি পছন্দ হয়নি বিজয়ালক্ষ্মীর ৷ তাতেই শুরু হয় অশান্তি ৷ রেগে গিয়ে স্ত্রীকে নিজেই ব্লাউজটি তৈরি করে নিতে বলেন শ্রীনিবাস ৷