পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

suicide over blouse sewing issue : ব্লাউজ সেলাই হয়নি মনমতো, স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী স্ত্রী - Woman commits suicide over blouse issue

মনের মতো ব্লাউজ সেলাই করা হয়নি ৷ তাই স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী হলেন মহিলা (Woman commits suicide over blouse issue) ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷

Hyderabad woman commits suicide
হায়দরাবাদে আত্মঘাতী মহিলা

By

Published : Dec 6, 2021, 6:11 PM IST

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : ঠিকমতো ব্লাউজ সেলাই করা হয়নি ৷ আত্মঘাতী হলেন স্ত্রী (Woman commits suicide over blouse issue) ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

হায়দরাবাদের অম্বারপেটের বাসিন্দা শ্রীনিবাস এবং বিজয়ালক্ষ্মী ৷ শ্রীনিবাস পেশায় দর্জি ৷ শাড়ির ব্যবসাও রয়েছে তাঁর ৷ তিনি নিজেই স্ত্রীর জন্য একটি ব্লাউজ তৈরি করে দিচ্ছিলেন ৷ শনিবার তা তৈরি করছিলেন তিনি ৷ তবে সেটি পছন্দ হয়নি বিজয়ালক্ষ্মীর ৷ তাতেই শুরু হয় অশান্তি ৷ রেগে গিয়ে স্ত্রীকে নিজেই ব্লাউজটি তৈরি করে নিতে বলেন শ্রীনিবাস ৷

ঝগড়ার পর বিজয়লক্ষ্মী শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দুপুর সাড়ে 12টার দিকে ছেলেমেয়েরা স্কুল থেকে বাসায় এসে দরজায় ধাক্কা দেয় । কিন্তু তাতে কোনও সাড়া দেননি তিনি । তার স্বামী এসে দরজায় ধাক্কা দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি । তারপরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে শ্রীনিবাস দেখেন বিজয়ালক্ষ্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : Murder at Jagaddal : নেশার টাকা না পেয়ে জগদ্দলে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details