হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর:বিরিয়ানির সঙ্গে একটু বাড়তি রায়তা চেয়েছিলেন গ্রাহক ৷ তার জেরে তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁ কর্মীদের বিরুদ্ধে ৷ রবিবার রাতে হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত রেস্তোরাঁ কর্মীদের আটক করেছে পাঞ্জাগুট্টা থানার পুলিশ ৷
হায়দরাবাদের পাঞ্জাগুট্টার মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁর ঘটনা ৷ জানা গিয়েছে, রবিবার রাত 11টা নাগাদ সেই রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন চন্দ্রায়ণগুট্টা এলাকার বাসিন্দা লিয়াকত ৷ সেখানে তাঁদের বিরিয়ানির সঙ্গে রায়তা দেওয়া হয়েছিল ৷ তখন রেস্তোরাঁ কর্মীদের থেকে বাড়তি কিছুটা রায়তা চেয়েছিলেন লিয়াকত ৷ এতেই রেস্তোরাঁর কর্মীরা তাঁর উপর রেগে যান বলে অভিযোগ ৷ লিয়াকতের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয় ৷ ক্রমে তা গড়ায় হাতাহাতিতে ৷
এরপর রেস্তোরাঁ কর্মীরা সবাই মিলে লিয়াকতের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ স্থানীয়রা ঝামেলা দেখে পুলিশে খবর দেন ৷ পাঞ্জাগুট্টা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই থানায় নিয়ে যায় ৷ সেখানেই হঠাৎ অজ্ঞান হয়ে যান লিয়াকত ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷