পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hyderabad Police for Pakistan Team: উৎসবের মধ্যেই বিশ্বকাপ, পাকিস্তান দলের নিরপত্তায় কালঘাম ছুটছে পুলিশের - পাকিস্তান দল

কড়া নিরাপত্তার মধ্যে শহরের কেন্দ্রস্থলে টিম হোটেলে নিয়ে যাওয়ার আগে বুধবার হায়দরাবাদ বিমানবন্দরে বাবর আজমদের জনতা রীতিমতো উচ্ছ্বসিতভাবে স্বাগত জানায়। পাকিস্তান ক্রিকেট দল এখানে প্রায় দুই সপ্তাহ থাকবে বলে খবর। একদিকে গণেশ মূর্তি বিসর্জন ঘিরে উৎসবের বাতাবরণ শহরে অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা, দুয়ের মাঝে পুলিশ আধিকারিকদের রীতিমতো নাভিশ্বাস অবস্থা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 3:15 PM IST

Updated : Sep 29, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর:সাত বছর পর ভারত সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল ৷ আর তাদের নির্বিঘ্নে থাকার জন্য শহরের পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা আক্ষরিক অর্থেই ওভারটাইম কাজ করছেন ৷

কড়া নিরাপত্তার মধ্যে শহরের কেন্দ্রস্থলে টিম হোটেলে নিয়ে যাওয়ার আগে বুধবার হায়দরাবাদ বিমানবন্দরে বাবর আজমদের জনতা রীতিমতো উচ্ছ্বসিতভাবে স্বাগত জানায়। পাকিস্তান ক্রিকেট দল এখানে প্রায় দুই সপ্তাহ থাকবে বলে খবর। একদিকে গণেশ মূর্তি বিসর্জন ঘিরে উৎসবের বাতাবরণ শহরে অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা, দুয়ের মাঝে পুলিশ আধিকারিকদের রীতিমতো নাভিশ্বাস অবস্থা ৷ সামনেই বিশ্বকাপের ওয়ার্ম আপ গেমগুলি শুরু হবে তার মাঝেই উৎসবের মরশুম থাকায় পুলিশ প্রশাসনের আধিকারিকদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলেই খবর ৷

একই কারণে, পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় শুক্রবার পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ার্ম-আপ ম্যাচটি দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে খবর, ছয়টি পুলিশ ভ্যানের নিরাপত্তায় পাকিস্তানের টিমকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ডের টিম বাস একসঙ্গে স্টেডিয়াম থেকে বের করা হবে বলেও জানা গিয়েছে ৷

টিম হোটেলেও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে ৷ পিসিবি'র একটি সূত্র জানিয়েছে, স্টেডিয়ামে হোক বা হোটেলে নিরাপত্তা নিয়ে দল সম্পূর্ণভাবে সন্তুষ্ট। শুক্রবার প্রস্তুতি খেলায় স্টেডিয়ামে প্রায় 200 জন পুলিশ কর্মী থাকবে ৷ অন্যদিকে, আগামী 3 অক্টোবর পরবর্তী প্রস্তুতি খেলার জন্য দর্শক প্রবেশের অনুমতি থাকলে নিরাপত্তা কর্মীর সংখ্যাটি 800-এ পৌঁছে যাবে।

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "পাকিস্তান-সহ বিশ্বকাপের কোনও দলের জন্য কোনও হুমকি নেই ৷ তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা দিতে আমরা বদ্ধপরিকর ৷ হ্যাঁ, যেহেতু পাকিস্তান অনেকদিন পর এখানে এসেছে, তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তবে সব দলের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়টি সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷” বিসিসিআই-এর শেষ মুহূর্তের সময়সূচী পরিবর্তনের অংশ হিসেবে, হায়দরাবাদকে 9 এবং 10 অক্টোবর ব্যাক টু ব্যাক গেমগুলি আয়োজন করতে বাধ্য হয়েছে ৷ যা পুলিশের উপর আরও চাপ সৃষ্টি করেছে বলে খবর।

আরও পড়ুন: অক্ষরের বদলি অশ্বিন, বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ই ভরসা ভারতের

ওই আধিকারিক বলেন, "আমাদের বেশিরভাগ কর্মীরা আজ এবং আগামিকাল ঘুমানোর জন্য খুব কম সময় পাবেন ৷ অক্টোবরে ব্যাক-টু-ব্যাক গেমগুলির জন্য একই রকম অবস্থা হবে ৷"

( খবর সূত্র: পিটিআই)

Last Updated : Sep 29, 2023, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details