পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Y S Sharmila: দাবি আদায়ে বাড়িতেই অনশন, শর্মিলাকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ

পদযাত্রা করার অনুমতি চেয়ে আমরণ অনশন (Indefinite Fast) শুরু করেছেন ওয়াইএসআর তেলাঙ্গানা পার্টির (YSR Telangana Party) সভানেত্রী ওয়াই এস শর্মিলা (Y S Sharmila) ৷ রবিবার তাঁকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে হাসপাতালে নিয়ে গেল হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) ৷

Hyderabad Police arrest Y S Sharmila during her Indefinite Fast
Y S Sharmila: দাবি আদায়ে বাড়িতেই অনশন, শর্মিলাকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ

By

Published : Dec 11, 2022, 2:11 PM IST

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: ওয়াইএসআর তেলাঙ্গানা পার্টির (YSR Telangana Party) সভানেত্রী ওয়াই এস শর্মিলাকে (Y S Sharmila) গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) ৷ গত কয়েকদিন ধরে আমরণ অনশনে (Indefinite Fast) বসেছিলেন তিনি ৷ তার জেরে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন শর্মিলা ৷ এই খবর কানে যেতে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷ রবিবার দুপুর 1টা নাগাদ শর্মিলার জুবিলি হিলসের বাড়ি লোটাস পন্ডে পৌঁছে যায় তারা ৷ সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর শর্মিলাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের দাবি, অনশন করাকালীন জল পর্যন্ত স্পর্শ করেননি শর্মিলা ৷ তার জেরেই রবিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ৷

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনশনের ফলে শর্মিলা রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ মারাত্মক কমে গিয়েছে ৷ তিনি ডিহাইড্রেশনেও ভুগছেন ৷ এই অবস্থা চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই বড়সড় বিপদ হতে পারে ৷ ক্ষতিগ্রস্ত হতে পারে তাঁর কিডনি ৷ এদিন শর্মিলাকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে দাবি সূত্রের ৷ তার আগে লক্ষ্যণীয়ভাবে সংবাদমাধ্যমের কর্মী, এবং শর্মিলার দলের নেতা ও কর্মীদেরও সেখান থেকে হটিয়ে দেওয়া হয় ৷ প্রসঙ্গত, এর আগেই ওয়াইএসআর তেলাঙ্গানা পার্টির তরফ থেকে জানানো হয়েছিল, যতক্ষণ না পুলিশ প্রশাসন শর্মিলাকে পদযাত্রা করার অনুমতি দিচ্ছে, ততক্ষণ তিনি অনশন তুলবেন না ৷

আরও পড়ুন:দিল্লি আবগারি দুর্নীতি, রবিবার সকালে কেসিআর-কন্যার বাড়িতে সিবিআই

পদযাত্রার করার অনুমতির দাবিতে গত শুক্রবার শহরের ব্যস্ত ট্যাংক বুন্দ এলাকায় ডা. বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে অনশনে বসেন শর্মিলা ৷ সেখান থেকে তাঁকে উৎখাত করে পুলিশ এবং শর্মিলাকে আটক করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ এরপর বাড়ির কাছেই রাস্তায় অনশনে বসেন তিনি ৷ আবারও পুলিশের হাতে আটক হন ৷ এরপর নিজের বাড়িতেই আমরণ অনশন শুরু করেন শর্মিলা ৷ মেয়ের পাশে থাকতে অনশন শুরু করেন শর্মিলার মাও ! উল্লেখ্য, এর আগে গত 28 নভেম্বর ওয়ারাঙ্গাল জেলার নরসমপেটে একটি পদযাত্রা করেন শর্মিলা ৷ সেই কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে ভারত রাষ্ট্র সমিতির (Bharat Rashtra Samithi) কর্মীদের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details