হায়দরাবাদ, 15 অক্টোবর: 'সবুজ' শহরের স্বীকৃতি পেল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ (Hyderabad bags World Green City Award 2022) ৷ নেহাত কথার কথা নয় ৷ দক্ষিণ কোরিয়ার জেজু শহরে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউসার্সের (International Association of Horticulture Producers) সমীক্ষায় বিশ্বের সর্বাপেক্ষা সবুজ শহরের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল নিজামের শহর ৷ তালিকায় থাকা প্যারিস (Paris), বোগোটা (Bogota), মেক্সিকো সিটি (Mexico City), মনট্রিলের (Montreal) মতো শহরকে পিছনে ফেলল হায়দরাবাদ ৷
দেশের প্রথম হিসেবে এই শিরোপা অর্জন করল চারমিনারের শহর ৷ ছ'টি ক্যাটেগরিতে সেরার শিরোপা অর্জন করে নিয়েছে হায়দরাবাদ ৷ যার মধ্যে অন্যতম 'লিভিং গ্রিন ফর ইকনোমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ' ক্যাটেগরি ৷ সম্প্রতি জেজু শহরে বিশেষ গালা ডিনারে বিজয়ী শহরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷