লুধিয়ানা, 28 ডিসেম্বর: বোমাতঙ্কের জেরে খালি করা হল হায়াত রিজেন্সি হোটেল ৷ এদিন পাঁচ তারা হোটেল হায়াত রিজেন্সিতে বোমার হুমকি পাওয়ার পর লুধিয়ানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । হোটেল থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয় । খবর পেয়ে তৎপর হয় পুলিশও। ইতিমধ্যেই অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে (Hyatt Regency Hotel evacuated due to bomb hoax) ।
জানা গিয়েছে, এদিন বিকেলে লুধিয়ানা হোটেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা পাছানো হয় যে, হোটেল বোমায় উড়িয়ে দেওয়া হবে ৷ হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায় । এরপরই লুধিয়ানা পুলিশ নড়েচড়ে বসে ৷ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং হোটেলটি খালি করে দেয় । বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং স্নিফার ডগদেরও কাজে লাগানো হয়েছে ।