মুরাদাবাদ, 27 জুন: জানুয়ারিতে বিয়ে হয়েছিল ৷ স্ত্রীর ইচ্ছে ছিল যেমন করেই হোক মধুচন্দ্রিমায় কুলু মানালিতে নিয়ে যেতে হবে ৷ কিন্তু স্বামীর যে তেমন আর্থিক অবস্থা ছিল না ৷ কিন্তু নাছোরবান্দা ছিল স্ত্রী ৷ তাই বাধ্য হয়েই চুরির রাস্তা ধরে যুবক ৷
প্রথমে সে একটি বুলেট বাইক চুরি করে ৷ তারপর শহরের এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ চুরি করে সে ৷ তাতে প্রায় 1 লাখ 90 হাজার টাকা ছিল ৷ দোকানের সিসিটিভি-তে ধরা পড়ে এই ঘটনা ৷ এরপর আবার সে স্ত্রীকে নিয়ে চলে যায় মধুচন্দ্রিমায় ৷ সেখান থেকে ফেরার পর তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে 45 হাজার টাকা ও বাইকটিও উদ্ধার করা হয় ৷
এসপি সিটি অখিলেশ ভাদোরিয়া জানান, ধৃত হাসিম জানুয়ারিতে বিয়ে করেছিল ৷ স্ত্রীকে কুলু ও মানালিতে হনিমুনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে ৷ কিন্তু এর জন্য টাকা জোগাড় করতে পারছিল না ৷ অন্যদিকে স্ত্রীও তাকে হনিমুনে নিয়ে যাওয়ার জন্য বারবার জোরাজুরি করছিল ৷ এরপর গত 3 জুন থানা মাঝোলা এলাকা থেকে একটি নতুন বুলেট মোটর সাইকেল চুরি করে হাসেম ৷ তারপর একটি মেডিক্যাল এজেন্সির রেইকিং শুরু করে ৷ সেখানে আসা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের উপর নজর রাখতে থাকে ৷ 4 জুন আমরোহা থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নাসিরের ব্যাগ নিয়ে চলে যায় ৷