পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sahibganj Murder Case: ঝাড়খণ্ডে দিল্লির ছায়া ! স্ত্রী'কে খুন করে দেহ 12 টুকরো করল স্বামী - Sahibganj Murder Case

শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় । স্ত্রী'কে খুন করে দেহ 12 টুকরো করল স্বামী ৷ পুলিশ আটক করেছে স্বামীকে (Husband Brutally Murdered his Wife in Sahibganj) ৷

Sahibganj Murder Case
সাহেবগঞ্জ খুন

By

Published : Dec 18, 2022, 2:27 PM IST

রাঁচি, 18 ডিসেম্বর: শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া ঝাড়খণ্ডে (Jharkhand) । স্ত্রীকে খুন করে দেহ 12 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় (Husband Brutally Murdered his Wife in Sahibganj) ৷ দিলদার আনসারি নামে ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ মৃতার নাম রুবিকা পাহাড়িয়া (22) ৷ তিনি আদিবাসী ছিলেন ৷

সাহেবগঞ্জের এসপি অনুরঞ্জন কিসপোত্তা জানিয়েছেন, দিলদার আনসারী দ্বিতীয় স্ত্রী হলেন রুবিকা ৷ বেশ কয়েকদিন ধরে রুবিকা নিখোঁজ ছিলেন ৷ শনিবার সন্ধ্যায় রুবিকার পরিবারের লোকজন বরিও থানায় তাঁর নিখোঁজের ডায়েরি করেন । এরপরই পুলিশ তদন্ত শুরু করে । এদিকে শনিবার রাতে এক মহিলার দেহের কিছু টুকরো উদ্ধার হয় ৷ পরে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করে ৷ ঘটনাস্থলে ডগ স্কোয়াড পাঠিয়ে দেহের বাকি অংশ খোঁজার চেষ্টা চালানো হচ্ছে ৷

জানা যায়, দিলদার তার স্ত্রীকে খুন করে দেহ 12 টুকরো করে ৷ ঘটনার পর থেকে পলাতক ছিল দিলদার ৷ পরে পুলিশ তাকে আটক করে ৷ পাশাপাশি তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তবে মৃতার এখনও শরীরের কিছু অংশ পাওয়া যায়নি ৷ তা উদ্ধারের চেষ্টা চলছে ৷

আরও পড়ুন:জয়পুরে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া ! কাকিমাকে হত্যার পর দেহ টুকরো করে জঙ্গলে লোপাট

প্রসঙ্গত, দিল্লিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে খুন করার 6 মাস পর জঙ্গল থেকে দেহের টুকরো মেলে পুলিশের হাতে ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা শ্রদ্ধার প্রেমিক আফতাবকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় সে স্বীকার করে খুনের কথা ৷ এমনকী সে এও জানায়, দেহাংশগুলি রাখতে সে নতুন ফ্রিজ কেনে ৷ যদিও আফতাব জানায়, মুহূর্তে রাগের বশে সে শ্রদ্ধাকে খুন করেছে ৷ বর্তমানে আফতাব তিহার জেলে বন্দি ৷

ABOUT THE AUTHOR

...view details