গাজিয়াবাদ, 23 অক্টোবর: গৃহবধূকে বাড়ির তিনতলা থেকে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবি নগর থানা এলাকায় ৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ রবিবার তাঁর জ্ঞান ফেরে ৷ এরপরই তিনি ওই ঘটনার কথা পুলিশকে জানান ৷ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
সূত্রের খবর, 2 বছর আগে গাজিয়াবাদের বাসিন্দা প্রশান্ত কুমারের সঙ্গে নির্যাতিতার বিয়ে হয় ৷ এরপর থেকেই গৃহবধূর উপর পণের টাকা আদায়ের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা চাপ দিতেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত ৷ এমনকী মারধর করা হত বলেও অভিযোগ ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতার বাবা-মা তাঁদের মেয়ের বিয়েতে 16 লক্ষ টাকা খরচ করেছেন ৷ তাও স্বামী ও তার পরিবারের লোকজন আরও টাকা চাইত ৷ এর মধ্যে এই দম্পতির একটি পুত্র সন্তান হয় ৷ তারপরও অত্যাচার কমেনি ৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুত্রবধূর উপর অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ ৷