হরিদ্বার, 20 জুন : কুম্ভের মেলার স্মৃতি এখনও দগদগে ৷ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ত্বরান্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে কুম্ভ মেলার বিপুল জনস্রোতকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা ৷ তীব্র ধ্বংসলীলা চালানোর পর সবে শান্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে সেই ঢেউ ৷ শিগগিরই তৃতীয় ঢেউয়ের আগমনীর বার্তাও আগাম মিলেছে ৷ এরই মধ্যে কোভিডে মৃত্যুমিছিল, অক্সিজেনের সংকটে হাহাকার, সংক্রমণের রেকর্ডের মতো সব ক্ষত বেমালুম ভুলতে শুরু করে দিয়েছে মানুষ ৷ তারই প্রমাণ মিলল উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷ কোভিড বিধি (Covid Restrictions) শিকেয় তুলে সেখানে গঙ্গায় পুণ্যস্নানের ধুম পড়েছে ৷ রবিবার গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় পুণ্যস্নানে (Holy Dip in Ganga) মানুষের ঢল নামল ৷ একই ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের বারাণসী ও ফারুখাবাদ এলাকাতেও ৷
কোভিড বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবাসরীয় সকালে চলল নিয়ম ভাঙার খেলা ৷ অধিকাংশ পুণ্যার্থীর মুখে ছিল না মাস্ক ৷ ছিল না সামাজিক দূরত্ব মেনে চলার কোনও তাগিদ ৷ হরিদ্বারের হর কি পৌরী ঘাট, ফারুখাবাদের পাঞ্চাল ঘাটে পুণ্যার্থীদের দলে দলে পূণ্যস্নান করতে দেখা গিয়েছে ৷ সার্কেল অফিসার বলেছেন, "আমরা মানুষকে বলেছিলাম, বাড়িতেই পুণ্যস্নান সেরে নিতে ৷ শুধুমাত্র আরটি-পিসিআর নেগেটিভ যাঁরা তাঁদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ঘাটে যাতে কোভিড নিয়ম মেনে চলা হয়, সেই আর্জি জানানো হচ্ছে ৷"
আরও পড়ুন:কোভিড সংকটে মানুষের পাশে ভারত বায়োটেকের চেয়ারম্যান, দান কোভ্যাকসিনের ডোজ
গঙ্গা দশেরা উপলক্ষে উত্তরপ্রদেশের বারাণসীতেও কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে পুণ্যস্নান ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য ও বাড়িতেই পুণ্যস্নান সেরে নেওয়ার জন্য মাইকিং করা হয় পুলিশের তরফে ৷ তবে তাতে বিশেষ কাজ হতে দেখা যায়নি ৷ এক পুণ্যার্থীই বললেন, "গঙ্গাস্নানে প্রচুর ভীড় হয়েছে ৷ মানুষ কিছু মানছে না ৷ কোভিড বিধি মানার কোনও বালাই নেই ৷ আমি মাস্ক পরেছি ৷ সবাইকে বলছি, তাঁরা যেন মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব মেনে চলেন ৷ করোনা ভাইরাস এখনও চলে যায়নি ৷"