ঔরঙ্গাবাদ, 15 ডিসেম্বর:এক তরুণীর দেহ উদ্ধারের (Young Woman Body Recovered) ঘটনায় দানা বাঁধছে রহস্য ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই তরুণীকে বলি (Human Sacrifice) দেওয়া হয়েছে ! এবং সেই কাণ্ড ঘটিয়েছেন তাঁরই বাবা-মা ! এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের (Aurangabad) বলরাজ এলাকার সমতা কলোনিতে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকারই বাসিন্দা সূর্যকান্ত শেলকে ৷ তাঁর একটি দোতলা বাড়ি রয়েছে ৷ এই বাড়িতে সব মিলিয়ে মোট 10টি ঘর আছে ৷ তার মধ্যে দু'টি ঘর নিয়ে ভাড়া থাকতেন কাকাসাহেব নামদেব ভুইগাড ৷ সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ৷ কিন্তু, সম্প্রতি হঠাৎই ওই ভাড়াবাড়ি ছেড়ে দেন তিনি ৷ সঙ্গে নিয়ে যান পুরো পরিবারকে ৷ এরপর সূর্যকান্ত বহুবার ফোনে কাকাসাহেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি ৷ এদিকে, ভাড়া দেওয়া ঘর দু'টিতে তালা লাগিয়ে গিয়েছিলেন কাকাদেব ৷ এমনকী, একমাসের ভাড়াও বাকি ছিল তাঁর ৷ এই অবস্থায় গত 14 ডিসেম্বর ওই ঘরের তালা ভেঙে ফেলেন বাড়ির মালিক সূর্যকান্ত ৷ আর তারপরই সামনে আসে এক ভয়াবহ ঘটনা ৷
আরও পড়ুন:জঙ্গলে পাওয়া দেহাংশ শ্রদ্ধারই, ডিএনএ পরীক্ষার পর জানাল পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দু'টি ঘরের দরজা ভাঙার পর রান্নাঘরের সিংকের নীচের অংশ থেকে উদ্ধার হয় 22 বছরের এক তরুণীর দেহ ৷ ওই তরুণী কাকাদেবেরই মেয়ে ! তাঁর দেহ গ্য়াস সিলিন্ডার ঢুকিয়ে রাখার গর্তে 'কবর' দেওয়া হয়েছিল ! এছাড়াও, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সিঁদুর মাখানো পাতিলেবু ও পাথর ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কাকাদেব বা তাঁর স্ত্রী তন্ত্রসাধনা করেন ৷ খুব সম্ভবত, তাঁরাই কোনও কারণে মেয়েকে বলি দিয়েছিলেন ৷ আর তার জেরেই রাতারাতি ভাড়াবাড়ি ছেড়ে চম্পট দেন তাঁরা ৷
যে গর্তে তরুণীর দেহ কবর দেওয়া হয়েছিল, তার ভিতর প্রচুর পরিমাণে নুন পাওয়া গিয়েছে ৷ সাধারণত, মৃতদেহ সংরক্ষণ করতে এবং তা থেকে বের হওয়া দুর্গন্ধ ঠেকাতেই নুন ব্যবহার করা হয় ৷ এক্ষেত্রেও তেমনটাই করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷ পলাতক কাকাসাহেব-সহ তাঁর পরিবারের তিন সদস্যের খোঁজে তল্লাশি শুরু করেছে তারা ৷ পুলিশের অনুমান, ওই তরুণীকে বেশ কিছুদিন আগেই খুন করা হয়েছে ৷ কিন্তু, কী কারণে তাঁকে বলি দেওয়া হল, সেটা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷