পুলওয়ামা, 7 মে: ফের কি বড়সড় কোনও হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা ? অন্তত রাজৌরির পর গত কয়েকদিনে যৌথবাহিনীর লাগাতার অভিযানে তেমনটাই মনে করছে ওয়াকিবহল মহল ৷ রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাকে লাগাতার জেরা করে প্রচুর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনা। জি-20 সামিটের আগে একের পর এক এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে যৌথ বাহিনীর ৷
কাশ্মীর পুলিশ একটি টুইটে জানিয়েছে, তারা প্রায় পাঁচ থেকে ছয় কেজি আইইডি উদ্ধার করা হয়েছে ৷ যার জেরে একটি বড় বিপত্তি এড়ানো গিয়েছে বলেও দাবি করেছে পুলিশ। পুলওয়ামা পুলিশ সন্ত্রাসবাদীদের সহযোগী হিসাবে ইশফাক আহমেদ ওয়ানি নামে এক ব্যক্তিকে পুলওয়ামা থেকে গ্রেফতার করে ৷ তাকে জেরা করেই এই বিপুল পরিমাণ আইইডি উদ্ধার করে যৌথ বাহিনী ৷ মামলা রুজু করে তদন্তও শুরু করেছে পুলিশ ৷
মাত্র দু'দিন আগে, জম্মুর রাজৌরি জেলার ঘন জঙ্গল এলাকায় সেনার তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা আইইডি বিস্ফোরণ ঘটায় ৷ যার জেরে পাঁচজন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন। ইতিমধ্যেই এক রিপোর্টে জানা গিয়েছে, কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলিকে সন্ত্রাসের অন্য এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ৷ যাকে 'লন-উল্ফ টেরোরিজম' বলছে সেনা ৷ সেনার দাবি, জঙ্গিরা আনুষ্ঠানিকভাবে কোনও সংগঠনের অংশ হিসাবে কাজ করছে না ৷ ফলে বিচ্ছিন্নভাবে তাদের এই ধরনের আচমকা হামলা চালানোর জেরে জঙ্গিদের উপর নজরদারি করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে ৷