মুম্বই ও রাজস্থান, 3 জুলাই:একই দিনে দেশের দুই জায়গা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর ৷ শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজিরও বেশি প্রায় 12.98 কোটি টাকার কোকেন উদ্ধার করে শুল্ক বিভাগ ৷ ঘটনায় এক বিদেশী মহিলা নাগরিককে গ্রেফতার করা হয় ৷ রবিবার এই ঘটনা অফিসিয়ালি জানানো হয় ৷ শুল্ক বিভাগ জানিয়েছে, এক বিদেশী মহিলা নাগরিককে তল্লাশির সময় তার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হয় ৷
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের ধারায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয় ৷ কার কাছে কোকেন নিয়ে যাচ্ছিলেন ও কোথা থেকে এনেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ ৷
অন্যদিকে, বিএসএফ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো টিম স্থানীয় পুলিস কর্মীদের সঙ্গে নিয়ে রাজস্থানের বার্মের থেকে 55 কোটি টাকার 11 কেজি হেরোইন উদ্ধার করেছে ৷ রবিবার বিষয়টি অফিসিয়ালি জানানো হয় ৷ সেখানে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলি যৌথভাবে জেলার ভারত-পাক সীমান্তের কাছে কেলনর গ্রামে একটি অভিযান চালায় ৷ বিএসজি গুজরাত একটি টুইটের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৷