পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HP Assembly Election Result 2022: সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর - সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন

হিমাচলপ্রদেশে এরপর সরকার গড়বে কোন দল ? এখনই তা বলা সম্ভব নয় ৷ হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ তবে সিরাজ বিধানসভাকেন্দ্রে (Seraj Assembly Constituency) বড় ব্য়বধানে জয়ী হলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম তারকা প্রার্থী জয়রাম ঠাকুর (Jai Ram Thakur) ৷

HP Assembly Election Result 2022 CM Jai Ram Thakur may win Seraj Assembly Constituency with a margin of over 22000 votes
HP Assembly Election Result 2022: সিরাজ বিধানসভাকেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

By

Published : Dec 8, 2022, 12:14 PM IST

Updated : Dec 8, 2022, 12:47 PM IST

সিমলা, 8 ডিসেম্বর:পার্বত্য হিমাচলপ্রদেশে (HP Assembly Election Result 2022) শাসক বিজেপিকে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস ৷ এই পরিস্থিতিতেও নিজের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম তারকা প্রার্থী জয়রাম ঠাকুর (Jai Ram Thakur) ৷ সকালে ভোটের ফলের প্রবণতা দেখেই ওয়াকিবহাল মহল 'পূর্বাভাস' দিয়েছিল, সিরাজ বিধানসভাকেন্দ্রে (Seraj Assembly Constituency) বড় ব্য়বধানে জিততে চলেছেন তিনি ৷ জয়ের ব্যবধান নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 22 হাজারেরও বেশি ভোট হবে বলে মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ সেই 'ভবিষ্যৎবাণী' সত্যি করেই ষষ্টবারের জন্য সিরাজে জয়ী হলেন জয়রাম ৷

হিমাচলপ্রদেশের এই সিরাজ বিধানসভাকেন্দ্রটি মান্ডি লোকসভা আসনের অন্তর্গত ৷ লক্ষ্যণীয় বিষয় হল, প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং আবার এই মান্ডিরই প্রতিনিধি ! গত উপনির্বাচনে এই আসনে জয়ী হন তিনি ৷ অন্যদিকে, ভোটের ময়দানে 57 বছরের জয়রাম ঠাকুরের পারফরম্য়ান্স রীতিমতো ঈর্ষণীয় ৷ এর আগেও পাঁচবার ভোটে লড়ে জিতেছেন তিনি ৷ জয় ছিনিয়ে এনেছেন 1998, 2003, 2007, 2012 এবং 2017 সালের নির্বাচনে ৷ প্রতিবারই এই সিরাজ থেকেই জয়ী হয়েছেন তিনি ৷ যা আগে চচ্যৌট নামে পরিচিত ছিল ৷

আরও পড়ুন:'বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না', গুজরাত প্রসঙ্গে দাবি রাজনাথের

তথ্য বলছে, হিমাচলপ্রদেশের এই কেন্দ্রটিতে গত 25 বছর ধরে বিজেপির আধিপত্য রয়েছে ৷ 2017 সালের বিধানসভা নির্বাচনে 11 হাজারেরও বেশি ভোটে সিরাজে জিতেছিলেন জয়রাম ঠাকুর ৷ সেই সময় কংগ্রেস ছাড়াও লড়াইয়ে ছিল আপ, সিপিএম, বিএসপি এবং নির্দল ৷ সব মিলিয়ে পাঁচজনকে পিছনে ফেলে জয় ছিনিয়ে এনেছিলেন জয়রাম ৷

1985 সাল থেকে হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনগুলিতে একটি বিশেষ ট্রেন্ডের চল রয়েছে ৷ প্রত্যেক ভোটেই এখানে শাসক বদলে যায় ৷ সেই ট্রেন এবারও অব্যাহত ৷ একদিকে যখন গুজরাতে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে যাওয়ার জোগাড় বিরোধীদের, সেখানে হিমাচলের ফলাফল এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষে রয়েছে ৷ অর্থাৎ, জনতার রায় মানলে আবারও সেখানে সরকারে শাসকদল বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ তবে, শেষ পর্যন্ত সরকার কারা গড়বে, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসা সম্ভ নয় ৷ কারণ, এখন থেকেই 'ঘোড়া কেনাবেচা' নিয়ে আশংকার সুর শোনা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের গলায় ৷

Last Updated : Dec 8, 2022, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details