পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jan Shatabdi Express Derails:ভদ্রকে লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস - ওড়িশায় লাইনচ্যুত ট্রেন

হাওড়া থেকে ভুবনেশ্বরগামী জন শতাব্দী এক্সপ্রেসের চাকা লাইন থেকে সরে গিয়ে বিপত্তি ঘটে ৷ শনিবার ভদ্রকের কাছে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনায় ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়েছে (Jan Shatabdi Express Derails) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 18, 2022, 8:48 AM IST

Updated : Sep 18, 2022, 9:43 AM IST

ভুবনেশ্বর, 18 সেপ্টেম্বর: লাইনচ্যুত ট্রেন ৷ শনিবার ওড়িশার ভদ্রকে লেভেল ক্রসিংয়ের কাছে হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ পূর্ব উপকূলীয় রেল সূত্রে খবর, রেললাইনে একটি ষাঁড়কে বাঁচাতে ট্রেলচালক হঠাৎ ব্রেক কষেন ৷ আর তাতেই এমন বিপত্তি (Howrah-Bhubaneswar Jan Shatabdi Express derailed at a level crossing near Odisha's Bhadrak, an East Coast Railway official said) ৷

জানা গিয়েছে, গার্ড তথা লাগেজ ভ্যানের (guard-cum-luggage van) সামনের দিকের দুটো চাকা লাইনচ্যুত হয় ৷ এটি ইঞ্জিনের পরেই থাকে৷ তবে কোনও যাত্রী আহত হননি ৷ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ ট্রেন চলাচল যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, তার জন্য মেরামতির কাজ শুরু হয় ৷

আরও পড়ুন: মুম্বইয়ে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি

লাইনচ্যুত বগিটি এসএলআর অর্থার 'সিটিং কাম লাগেজ রেক' ৷ তিনি আরও জানান, যে রেললাইনে ঘটনাটি ঘটেছে সেটি ডাবল লাইন । আর তাই জন শতাব্দী এক্সপ্রেসের লাইনচ্যুত (SLR, sitting cum luggage rake) হওয়ার পরও ট্রেনের ট্রাফিকে তেমন কোনও বড় প্রভাব পড়ে নেই ৷

Last Updated : Sep 18, 2022, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details