নয়াদিল্লি, 26 মে:কাল বাদে পরশু নতুন সংসদ ভবনের উদ্বোধন ৷ রবিবার 28 মে সাভারকর জয়ন্তীতে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ ঠিক কীভাবে এই অনুষ্ঠান হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ তবে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে দু'টি পর্যায়ে এর উদ্বোধন অনুষ্ঠান হবে ৷
বর্তমান সংসদ ভবনে গান্ধি মূর্তির কাছে একটি প্যান্ডেলে তৈরি করা হবে৷ সকালে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে সেখান থেকে ৷ তাতে উপস্থিতি থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং অন্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর ৷ এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্বোধন করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে ৷ আজ তার শুনানি হওয়ার কথা ৷ বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রীকে দিয়ে এই ভবনের উদ্বোধন করানো মানে সংবিধানের অবমাননা করা। এই দাবিকে সামনে রেখেই সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: স্বৈরাচারী সরকারের সংসদীয় রীতি বয়কটের জবাব দিয়েছে বিরোধীরা, টুইট ডেরেকের
সকালে পুজো হওয়ার কথা রয়েছে ৷ এরপর লোকসভা এবং রাজ্যসভার কক্ষ দু'টি ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে৷ 'সেঙ্গল'টি লোকসভার কক্ষের মধ্যে স্থাপন করা হতে পারে ৷ যথাযথ রীতি মেনে তা অধ্যক্ষের চেয়ারের পাশেই রাখা হবে বলে জানা গিয়েছে ৷ এর জন্য তামিলনাড়ু থেকে পুরোহিত আসবেন বলে জানা গিয়েছে ৷
নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায় শেষ হবে সকাল সাড়ে 9টায় ৷ এরপর দুপুরে হবে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান ৷ লোকসভা কক্ষে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই পর্বের সূচনা হওয়ার কথা ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন ৷ এই পর্যায়ে বক্তৃতা দেবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ৷ তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের হয়ে শুভেচ্ছা বার্তা পাঠ করবেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর লেখা বার্তাও এই অনুষ্ঠানে পড়ে শোনানো হবে ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও এই অনুষ্ঠানে ভাষণ দেবেন ৷ দু'টি অডিয়ো-ভিডিয়ো ফিল্ম দেখানো হবে ৷ এই ফিল্মের মধ্যে দিয়ে কী ভাবে নয়া সংসদ ভবন নির্মাণ করা হয়েছে এবং তার তাৎপর্য তুলে ধরা হবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে ৷