কলকাতা, 2 মার্চ:দেশজুড়ে শুরু হয়েছে পরবর্তী দফার করোনাভাইরাস টিকাকরণ । এই পর্যায়ে ষাটোর্ধ্ব প্রবীণদের এবং কো-মর্বিডিটিজ় থাকা ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষদের কোভিড টিকা দেওয়া হচ্ছে । এ ক্ষেত্রে 27 লক্ষেরও বেশি নাগরিকের টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মানুষ যে কতটা অধীর আগ্রহে কোভিড টিকার অপেক্ষায় রয়েছেন, তা বোঝা গিয়েছে এই পর্যায়ের টিকাকরণের প্রথম দিনেই । এ দিন কোভিড টিকা নেওয়ার জন্য 29 লাখ আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়েছে । Co-WIN 2.0 পোর্টাল বা আরোগ্য সেতুর মাধ্যমে যে কোনও সময় টিকার জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে ।
সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে খরচ পড়ছে ২৫০ টাকা । কিন্তু টিকা নিতে হলে কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, তা নিয়ে ধন্ধে রয়েছেন অনেকেই । সেই ধন্ধ কাটাতেই একনজরে চোখ বুলিয়ে নিতে পারেন এই বিস্তারিত গাইডলাইনের দিকে ।
টিকাকরণ কেন্দ্রগুলি সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকছে । নাম নথিভুক্ত করাও শুরু হবে সকাল 9টা থেকে ।
আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে করোনার টিকা 250 টাকার মধ্যে, জানাল কেন্দ্র
কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
- প্রথমে cowin.gov.in-এ লগ ইন করে নিজের ফোন নম্বরটি লিখুন
- SMS-এ একটি ওটিপি পাঠানো হবে আপনার মোবাইলে
- সেই ওটিপি লিখে ''ভেরিফাই'' বোতাম টিপুন
- ওটিপি মিলে গেলে ''রেজিস্ট্রেশন অফ ভ্যাকসিনেশন'' পাতাটি খুলে যাবে
- এই পাতায় আপনার পরিচয় পত্রের প্রমাণ-সহ যা যা তথ্য চাইছে, তা লিখুন
- আপনার কোনও কো-মর্বিডিটিজ় আছে কি না, সেটাও জানতে চাওয়া হবে, ''Yes'' বা ''No''তে জবাব দিন
- সবিস্তার তথ্য দেওয়ার পর নীচের ডানদিকের ''রেজিস্টার'' বোতামটি টিপুন
- সফল নথিভুক্তকরণে আপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন
- একবার নথিভুক্ত হয়ে গেলেই আপনি ''অ্যাকাউন্ট ডিটেইলস'' দেখতে পারবেন
- ''অ্যাকাউন্ট ডিটেইলস'' পাতা থেকেই আপনি নিজের অ্যাপয়ন্টমেন্ট শেডিউল করতে পারবেন
- ''শেডিউল অ্যাপয়েন্টমেন্ট'' লেখা বোতামটি টিপে নিজের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করুন
- একই নম্বরে আপনি চাইলে আরও তিনজনের নাম নথিভুক্ত করতে পারেন। সে ক্ষেত্রে ওই পাতায় নীচে ডানদিকে ''অ্যাড মোর'' বোতামটিকে ক্লিক করতে হবে
- যাঁর বা যাঁদের নাম জুড়তে চান, তাঁদের সবিস্তার তথ্য দিন। এরপর ''অ্যাড'' বোতামটি ক্লিক করুন
আরোগ্য সেতুর মাধ্যমেও কোভিড টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে ।