পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড টিকা নিতে কীভাবে নাম নথিভুক্ত করবেন? রইল সবিস্তার গাইডলাইন - How to register

প্রবীণ ও কো-মর্বিডিটিজ় থাকা 45 বছরের ঊর্ধ্বে মানুষদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে। কিন্তু এই টিকা নেওয়ার জন্য কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, তা নিয়ে ধন্ধ রয়েছে অনেকের মনে। তাই রইল নাম নথিভুক্ত করার সহজ গাইডলাইন।

কোভিড টিকা নিতে কীভাবে নাম নথিভুক্ত করবেন?

By

Published : Mar 2, 2021, 10:43 AM IST

কলকাতা, 2 মার্চ:দেশজুড়ে শুরু হয়েছে পরবর্তী দফার করোনাভাইরাস টিকাকরণ । এই পর্যায়ে ষাটোর্ধ্ব প্রবীণদের এবং কো-মর্বিডিটিজ় থাকা ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষদের কোভিড টিকা দেওয়া হচ্ছে । এ ক্ষেত্রে 27 লক্ষেরও বেশি নাগরিকের টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মানুষ যে কতটা অধীর আগ্রহে কোভিড টিকার অপেক্ষায় রয়েছেন, তা বোঝা গিয়েছে এই পর্যায়ের টিকাকরণের প্রথম দিনেই । এ দিন কোভিড টিকা নেওয়ার জন্য 29 লাখ আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়েছে । Co-WIN 2.0 পোর্টাল বা আরোগ্য সেতুর মাধ্যমে যে কোনও সময় টিকার জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে ।

সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে খরচ পড়ছে ২৫০ টাকা । কিন্তু টিকা নিতে হলে কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, তা নিয়ে ধন্ধে রয়েছেন অনেকেই । সেই ধন্ধ কাটাতেই একনজরে চোখ বুলিয়ে নিতে পারেন এই বিস্তারিত গাইডলাইনের দিকে ।

টিকাকরণ কেন্দ্রগুলি সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকছে । নাম নথিভুক্ত করাও শুরু হবে সকাল 9টা থেকে ।

আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে করোনার টিকা 250 টাকার মধ্যে, জানাল কেন্দ্র

কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

  • প্রথমে cowin.gov.in-এ লগ ইন করে নিজের ফোন নম্বরটি লিখুন
  • SMS-এ একটি ওটিপি পাঠানো হবে আপনার মোবাইলে
  • সেই ওটিপি লিখে ''ভেরিফাই'' বোতাম টিপুন
  • ওটিপি মিলে গেলে ''রেজিস্ট্রেশন অফ ভ্যাকসিনেশন'' পাতাটি খুলে যাবে
  • এই পাতায় আপনার পরিচয় পত্রের প্রমাণ-সহ যা যা তথ্য চাইছে, তা লিখুন
  • আপনার কোনও কো-মর্বিডিটিজ় আছে কি না, সেটাও জানতে চাওয়া হবে, ''Yes'' বা ''No''তে জবাব দিন
  • সবিস্তার তথ্য দেওয়ার পর নীচের ডানদিকের ''রেজিস্টার'' বোতামটি টিপুন
  • সফল নথিভুক্তকরণে আপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন
  • একবার নথিভুক্ত হয়ে গেলেই আপনি ''অ্যাকাউন্ট ডিটেইলস'' দেখতে পারবেন
  • ''অ্যাকাউন্ট ডিটেইলস'' পাতা থেকেই আপনি নিজের অ্যাপয়ন্টমেন্ট শেডিউল করতে পারবেন
  • ''শেডিউল অ্যাপয়েন্টমেন্ট'' লেখা বোতামটি টিপে নিজের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করুন
  • একই নম্বরে আপনি চাইলে আরও তিনজনের নাম নথিভুক্ত করতে পারেন। সে ক্ষেত্রে ওই পাতায় নীচে ডানদিকে ''অ্যাড মোর'' বোতামটিকে ক্লিক করতে হবে
  • যাঁর বা যাঁদের নাম জুড়তে চান, তাঁদের সবিস্তার তথ্য দিন। এরপর ''অ্যাড'' বোতামটি ক্লিক করুন

আরোগ্য সেতুর মাধ্যমেও কোভিড টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details