পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Job Search Tips: চাকরি হারালেও আত্মবিশ্বাস ধরে রাখুন, নতুন চাকরি পেতে নিজের দক্ষতা বৃদ্ধি করুন

দিল্লির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি টেক ফার্মে চাকরি পেয়েছেন । তিনি লিঙ্কডইন-এ বলেছিলেন যে ছাঁটাইয়ের কারণে প্রযুক্তি শিল্পের জন্য বেশ কঠিন সময়। আসুন তাঁর কাছ থেকে জেনে নিই ছাঁটাইয়ের পর চাকরি পাওয়ার টিপস (Job Search Tips) ৷

By

Published : Mar 28, 2023, 10:40 PM IST

Job Search Tips
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 28 মার্চ: তথ্য-প্রযুক্তি সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থায় কর্মী ছাটাই পর্ব শুরু হয়েছে ৷ তবে সবথেকে বেশি কর্মী ছাঁটাইয়ের পথে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ৷ সম্প্রতি একটি সফটওয়ার কোম্পানিও একাধিক কর্মী ছাঁটাই করেছে ৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ফারহান ৷ চাকরি হারিয়েছিলেন গত বছর ৷ সম্প্রতি দিল্লির একটি সফটওয়্যার সংস্থায় আবারও চাকরি পেয়েছেন, কিন্তু কীভাবে ? এই লড়াইটা বেশ কঠিন ৷ নতুন চাকরি পাওয়ার কিছু টিপস দিলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়র ফারহান (new jobs in engineering )৷

এই সফটওয়্যার ইঞ্জিনিয়রের কথায় বর্তমানে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন (Layoffs News)৷ বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও গণহারে কর্মী ছাঁটাই করছে ৷ প্রযুক্তিক্ষেত্রের কর্মীদের জন্য বেশ খারাপ সময় ৷ তবে চাকরি হারালেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যাওয়ার কথ বলেন ৷ উদাহরণ স্বরূপ নিজের কথা উল্লেখ করে তিনি জানান, 2022 সালের জুলাই মাসের পর প্রায় 8 মাস সময় লেগে ছিল একটি নতুন চাকরি জোগাড় করতে ৷ এই দীর্ঘ 8 মাসে তিনি একাধিক আবেদন করেছিলেন ৷ বেশ কিছু সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছেন ৷ অবশেষে দিল্লিরই একটি সংস্থায় চাকরি পেয়েছেন ৷ নতুন চাকরি তিনি কীভাবে খুঁজে পেয়েছেন সেই সম্পর্কে বেশ টিপসও শেয়ার করেছেন ৷

ওই সফটওয়্যার ইঞ্জিনিয়র ফারহানের কথায়, চাকরি হারানোর পর তিনি লিঙ্কডিনের মাধ্যমে 150টিরও বেশি কোম্পানিতে আবেদন করেছিলেন ৷ তারমধ্য মাত্র 10টি সংস্থা তাঁর আবেদনে সাড়া দিয়েছিল ৷ এখানেই শেষ নয়, এর মধ্যে মাত্র 6টি সংস্থা তাঁর ইন্টারভিউ নিয়েছে ৷ তথ্যপ্রযুক্তি কর্মী ফারহান বলেন, "আমি স্নাতক, বেশকয়েক বছরের অভিজ্ঞতা আছে ৷ তা সত্ত্বেও চাকরি চলে যাওয়ার পর আবার নতুন একটি চাকরি খোঁজা আমার জন্য কঠিন ছিল ৷"

আরও পড়ুন:খরচ কমাতে 19 হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যাকসেঞ্চারের

পাশাপাশি, তাই চাকরি হারানো থেকে শুরু করে নতুন চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত বিষয় তুলে ধরেন লিঙ্কডিনে ৷ সেখানেই একটি পোস্টে তিনি লেখেন, ইন্টারভিউয়ের সমস্ত রাউন্ড পেরিয়ে, নিয়োগ ফ্রিজ ঘোষণা করার সময় অ্যামাজনের স্কটল্যান্ড অফিসে ফাইনাল ইন্টারভিউ হয় ৷ তবে এর আগে তিনি গুগল ইন্ডিয়াতেও চাকরির জন্যও আবেদন করেছিলেন ৷ কিন্তু প্রথম রাউন্ডের পরে তিনি ব্যর্থ হয়েছিলেন । এছাড়াও বেশ কয়েকটি অনামী সংস্থা ও স্টার্ট-আপের সঙ্গে কাজ করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ অবশেষে নতুন একটি চাকরি পেয়েছেন ৷

তবে নতুন যারা সবে মাত্র পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন তদের উদ্দেশ্যে ফারহান বলেন, "বিভিন্ন সংস্থায় ছাঁটাই হচ্ছে ৷ এই পরিস্থিতি দেখে চিন্তা না করে, নিজের দক্ষতা বাড়ান ৷ দক্ষতা থাকলে একদিন সফলতা আসবেই ৷ নিজে সেরা দিন, বাকিটা নিশ্চয় ভালো হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details