হায়দরাবাদ, 21 অগস্ট:করোনার পর থেকেই ভারতের ডিজিটাল পেমেন্টের রমরমা বেড়েছে ৷ খুব ছোট ছোট পেমেন্টও এখন 'গুগল পে' মাধ্যমে করতে স্বচ্ছন্দ্য বোধ করেন নাগরিকরা ৷ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন 'গুগল পে' ব্যবহারে ৷ এই পেমেন্ট অ্যাপ তাদের মাধ্যম ব্যবহারকারীদের জন্য আনল বিশেষ সুযোগ ৷ গুগলের পেমেন্ট সার্ভিস কোম্পানি 'গুগল পে' থেকে ঘোষণা করা হয়েছে, এই পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীরা সহজেই পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন ৷ তাও কোনওরকম ঝক্কি ছাড়াই ৷ নতুন এই সুবিধা যে গ্রাহকদের ঋণের আবেদনে পক্রিয়া আরও সহজ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷
কীভাবে 'গুগল পে'র মাধ্যমে ব্যক্তিগত ঋণের আবেদন করবেন ?
- প্রথমে 'গুগল পে' অ্যাপে খুলে মনি লেখা ট্যাবে ক্লিক করুন ৷
- সেখানে লোন অপশান দেখা যাবে ৷ সেখানে গেলেই অ্যাপের লোন অফার লেখা বিভাগটি দেখতে পাবেন ৷
- এই বিভাগের মধ্যেই 'প্রি অ্যাপ্রুভার' লোন অপশান পাবেন ৷
- লোন সম্পর্কিত সমস্ত অফার এই বিভাগেই থাকবে ৷
- এরপর ইএমআই অপশানে গিয়ে সুবিধা মতো ইএমআই টি বেছে নিন ৷
- প্রয়োজনীয় তথ্য দিন, ঋণের জন্য যে সমস্ত তথ্য গুগল পে উল্লেখ করা হয়েেছ ৷
- সমস্ত বিবরণ নথিবদ্ধ করার পর একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ফোনে ৷
- নির্দিষ্ট কলামে সেটি পূরণ করতে হবে ৷
- পক্রিয়াটিতে অনুমেদন পাওয়ার জন্য অপেক্ষা করুন ৷
- ব্যাঙ্কের আবেদন যাচাই করার পর লোন ট্যাব চেক করুন । ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার আগে, প্রক্রিয়াকরণ ফি এবং ঋণ স্ট্যাম্প শুল্ক সম্পর্কিত তথ্য যাচাই করে নিন ৷
- এরপর আপনার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হয়েছে কি না দেখে নিন ৷
কীভাবে পেমন্ট করবেন ঋণের কিস্তি ?
গুগল পে-এর মাধ্যমে লোন নেওয়ার পরে কীভাবে ঋণ পরিশোধ করবেন তার বিশদ বিবরণ জেনে নেওয়া যাক । গুগল পে-এর সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন । ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে ইএমআই ডেবিট করানোর বন্দোবস্ত করাতে পারবেন । আপনি চাইলে প্রতিমাসে একটি নির্দিষ্ট তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইএমআই অটোডেবিট হবে । যা অটো ডেবিট অপশানে পাবেন ৷ তবে ব্যাংক অ্যাকাউন্টে ইএমআই-এর জন্য পর্যাপ্ত টাকা না-থাকে, তাহলে জরিমানা হবে । তাছাড়া ক্রেডিট স্কোরও কমে যায় । যা আগামি কালে ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷
সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন গ্রাহকরা ?