কলকাতা, 28 অক্টোবর : এবার জাতীয় রাজনীতিতে নজর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ আজ, গোয়া পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে থাকবেন 3 দিন ৷ ফিরবেন শনিবার ৷ সম্প্রতি গোয়ায় পা রেখেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই সূত্রেই তৃণমূল সুপ্রিমোর গোয়া সফর ৷ চলতি মাসেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ কলকাতায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি ৷ তার পরেই গোয়ার রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয় ৷
পশ্চিমবঙ্গে হ্যাটট্রিক করার পর থেকেই জাতীয় স্তরে শাখা-প্রশাখা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় লেগে পড়েছে ঘাসফুল শিবির ৷ প্রথমেই বাঙালি অধ্যুষিত ত্রিপুরার উপর নজর পড়েছিল তৃণমূলের ৷ তার পর উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে নিজেদের উপস্থিতির জানান দেওয়ার ছক কষতে শুরু করে তৃণমূল কংগ্রেস ৷ এরই মাঝে গোয়াতেও নজর দেয় তৃণমূল ৷ বাংলার বাইরে যতগুলি রাজ্যে তৃণমূল নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবে ৷ ততই জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
এর আগে তৃণমূল অসম বা অরুণাচল প্রদেশের মতো বিভিন্ন রাজ্যে একটি বা দু’টি আসন জেতার জন্য লড়ছিল ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতেই জানিয়ে দিয়েছিলেন, তৃণমূল এখন যে রাজ্যে পা রাখবে, সেখানেই সরকার গঠনের চেষ্টা করবে ৷ রাজনীতির কারবারীদের মতে, বর্তমানে ক্রমশ মলিন হয়ে চলা কংগ্রেসের বিকল্প হতে চাইছে তৃণমূল ৷ কারণ গোটা দেশে কংগ্রেসের যে জোরদার লড়াই দেওয়ার প্রয়োজন, তা পূরণ করতে পারছে না শতাধিক বছরের পুরনো দলটি ৷ অন্তত এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ তাই গোয়া বা ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে তৃণমূলের উঠে আসা জাতীয় ক্ষেত্রে মমতাকে যে বাড়তি সুবিধা করে দেবে তাতে কোনও সন্দেহ নেই ৷
আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নামামাত্রই মমতাকে কালো পতাকা বিজেপির
এদিন এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার রাজাগোপাল ধরচক্রবর্তী বলেন, ‘‘আসলে গোয়া আর ত্রিপুরায় মমতার শক্তিবৃদ্ধি কংগ্রেসের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে ৷ এটা সত্যি গোটা দেশে কংগ্রেসের বিকল্প হওয়ার মত শক্তি এই মুহূর্তে তৃণমূল কেন, কোনও আঞ্চলিক স্তরের রাজনৈতিক দলের নেই ৷ সে ক্ষেত্রে এই দু’টি রাজ্যে যদি সরকার গঠন করতে সফল হয় তৃণমূল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে বড় চাপ তৈরি করতে পারবে ঘাসফুল শিবির ৷ আর এটাই হতে পারে মমতার গোয়া সফরের সবচেয়ে বড় সাফল্য ৷’’
আরও পড়ুন : Prashant Kishor: দেশের রাজনীতির ভরকেন্দ্রে থাকবে বিজেপি, প্রশান্ত কিশোরের মন্তব্যে বিতর্ক